Pages

Tuesday, November 22, 2016

## ত্বকের যত্নে গ্রিন টি ## ত্বকের যত্নে গ্রিন টির ৪টি ফেসপ্যাক

ত্বকের যত্নে গ্রিন টির ৪টি ফেসপ্যাক

১.  চালের গুঁড়া, লেবু গ্রিন টি মিশ্রণ
২.  গ্রিন টি মধু মিশিয়ে ফেস প্যাক
৩. গ্রিন টি, টক দই লেবুর রস মিশিয়ে ফেস প্যাক

৪. গ্রিন টি শসার রস দিয়ে তৈরি ফেস প্যাক

২টি গ্রিন টি ব্যাগ  বড় চামচের চামচ চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিন।  একটি লেবুর রস ভালভাবে মিশিয়ে নিতে হবে। এটি ঘাড়ে, মুখ লাগিয়ে দিন। ২০ মিনিট পর ভালভাবে ধুয়ে ফেলুন। এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার সাথে সাথে ত্বককে মসৃণ করবে।

No comments:

Post a Comment

Please Comment here