দারিদ্র্যতা, শিক্ষাক্ষেত্রে অনগ্রসরতা, সামাজিক ও রাষ্ট্রীয় আইনসহ নানাবিধ কারণে নারীরা নির্যাতিত। নিম্নে নারী নির্যাতনের প্রকৃতি:
♦ পারিবারিক. সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন অধিকারের ক্ষেত্রে বৈষম্যের শিকার।
♦ ধর্মীয় অপব্যাখ্যা ও গোড়ামির কারণে বিবাহ, তালাকসহ বিভিন্ন বিষয়ে নারী শারীরিক ও সামাজিক নির্যাতনের শিকার।
♦ যৌতুক প্রথার যুপকাষ্ঠে বলি হচ্ছে প্রতিনিয়ত নারী জাতি। পুরুষের চাহিদামত যৌতুক প্রদান করতে না পারার অপরাধে নারী বহুবিধ নির্যাতনের শিকার হচ্ছে।
♦ চলাফেরার ক্ষেত্রে ইভ-টিজিং এর মত শারীরিক, মানষিক বিভিন্ন নির্যাতনের শিকার হয় নারী।
♦ নারীকে পুরুষের সমকক্ষ না ভাবা ও পরিবারে কন্যা শিশুর প্রতি বৈষম্যমূলক মনোভাব থাকার কারণে নারী নির্যাতনের স্বীকার হচ্ছে।
শিশু নির্যাতনের প্রকৃতি:
♦ শিশুর অধিকার নিশ্চিত না করা।
♦ শিশু শ্রমিকদের অবাধ ব্যবহার।
♦ অপহরণ ও পাচারের মাধ্যমে শিশু নির্যাতনের শিকার হচ্ছে।
♦ ছিন্নমূল শিশুদের জন্য পর্যাপ্ত সরকারি ব্যবস্থা না থাকায় শিশু নির্যাতনের শিকার হচ্ছে।
♦ শিশুদের অধিকার রক্ষায় গৃহীত আইনের প্রয়োগের অভাবে শিশু শিক্ষা, স্বাস্থ্য, নিরাপদ পরিবেশে বড় হওয়ার সুযোগ না পাওয়ায় মূলত এক প্রকার নির্যাতনের ািশকার হচ্ছে।
নারী ও শিশু নির্যাতন বন্ধে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করা যেতে পারেঃ
♦ মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার সকল ক্ষেত্রে নারী, পুরুষ ও শিশুর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ করা।
♦ স্থানীয়, ধর্মীয় বা রাষ্ট্রীয় কোন আইনের ভুল ব্যাখ্যার জন্য কোন নারী ও শিশু যেন নির্যাতিত না হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করা।
♦ নির্যাতিত নারী ও শিশুর জন্য আইনগত সহায়তা প্রদান করা।
♦ সামাজিক ক্ষেত্রে ইভটিজিং, চলাফেরায় বিঘ্ন, যৌতুক ও শিশুদের সামাজিক অধিকার নিশ্চিত করার জন্য আইন প্রণয়নের পাশাপাশি ব্যাপক সামাজিক সচেতনতা গড়ে তোলা।
♦ নারী শিক্ষা বৃদ্ধি এবং শিক্ষার হারে বৈষম্য দূর করা।
♦ নারী ও শিশু পাচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
♦ সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে পুরুষের পাশাপাশি নারীর পূর্ণ অধিকার নিশ্চিত করা।
NGO Jobs, Hotel - Restaurant jobs, Bank jobs, IT and Telecommunication jobs, Marketing and Sales Jobs, Food and Beverage Industry jobs,
Monday, June 20, 2016
Sunday, June 19, 2016
বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে জনশক্তি রপ্তানির (Manpower Exportation) ইতিবাচক প্রভাব
জনশক্তি রপ্তানি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় একটি ক্ষেত্র। প্রতিবছরই বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি হচ্ছে। প্রতিবছরই জনশক্তি রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতিতে বড় একটি অংশ রেমিট্যান্স যোগ হচ্ছে। দক্ষ অর্ধদক্ষসহ বিভিন্ন শ্রেণীর শ্রমিক বিদেশে কাজ করতে যাচ্ছে। এরই মধ্যে বাংলাদেশের জনশক্তি বিশ্বের বিভিন্ন দেশে গ্রহণযোগ্যতা পেয়েছে। এর ফলে বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানির সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে অধিক হারে রেমিট্যান্স আয়ের সুযোগ সৃষ্টি হচ্ছে।
রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। অাট মিলিয়নেরও বেশি বাংলাদেশী শ্রমিক বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন। তাদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের বৃহত্তর উৎস।
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে জনশক্তি রপ্তানি শুরু হয় ১৯৭৬ সালে। প্রথম বছর সৌদি আরব, কুয়েত, ইউনাইটেড আরব আমিরাত, কাতার, ইরাক, লিবিয়া, বাহরাইন, ওমানসহ অন্যান্য কয়েকটি দেশে জনশক্তি রপ্তানি হয়।
অভিবাসী জনশক্তির খাত সমূহ:
♦ টেকনিক্যাল ম্যানপাওয়ার: বিদেশে শ্রমিক রপ্তানির ক্ষেত্রে টেকনিক্যাল ম্যানপাওয়ার গুরুত্বপূর্ণ একটি খাত। বাংলাদেশ থেকে প্রতিবছরই প্রচুর পরিমাণ টেকনিক্যাল জনশক্তি রপ্তানি হচ্ছে। বিদেশে গিয়ে এসব শ্রমিকরা বিভিন্ন টেকনিক্যাল কাজগুলো করে।
♦ মেডিকেল ম্যানপাওয়ার: ডাক্তার ও নার্স বিদেশে কাজ করতে যাচ্ছে। বতমানে বাংলাদেশে বিদেশে গিয়ে কাজ করার মতো অসংখ্য ডিপ্লোমা নার্স ও গ্রাজুয়েট নার্স রয়েছে। এছাড়াও রয়েছে কিছু মেডিকেল টেকনোলোজিস্ট।
♦ ইঞ্জিনিয়ারিং ম্যানপাওয়ার: ইঞ্জিনিয়ারিং ম্যানপাওয়ার বিদেশে গিয়ে হাল্কা ও ভারী মেশিনারিজের কাজ করে থাকেন।
♦ ইন্ডাস্ট্রিয়াল ম্যানপাওয়ার: দক্ষ, অর্ধদক্ষ, এবং অদক্ষ শ্রমিকরা বিদেশে গিয়ে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে কাজ করতে যাচ্ছেন। এ খাতে পুরুষ শ্রমিকের পাশাপাশি প্রচুর নারী শ্রমিকও কাজ করতে যাচ্ছেন।
♦ রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার: বিদেশে রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার হিসেবেও প্রচুর বাংলাদেশি কাজ করছে। রাস্তা তৈরি, মেরামত, সংরক্ষণসহ বিভিন্ন কাজ করছেন এসব শ্রমিকেরা।
প্রতিবছর বাংলাদেশের প্রায় দুই মিলিয়ন জনশক্তি শ্রমবাজারে প্রবেশ করছে যার মধ্যে অর্ধেকেই দেশের বাইরে চলে যাচ্ছে। বাংলাদেশ একটি ঘনবসতি পূর্ণ দেশ এবং আনুপাতিক হারে তাদের যথেষ্ট ভূমি ও কর্মসংস্থানের সুযোগ নেই। বাংলাদেশ বিশ্বের প্রায় ২৮ টি দেশে শ্রমরপ্তানিকারক যার মধ্যে পেশাজীবী, দক্ষ, আধাদক্ষ, অদক্ষ শ্রমিক রয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে প্রবাসী বাংলাদেশীরা দেশে বেশি পরিমাণে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন সময়ে অবৈধ হুন্ডির বিরুদ্ধে মানি লন্ডারিং আইন সংশোধনসহ বেশ কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করায় প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে তাদের উপার্জিত অর্থ দেশে পাঠানোর কারণে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। আর এ কারণেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ একটা শক্ত ভিত্তির উপর দাঁড়িয়েছে।
অর্থনীতির পরিভাষায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ হচ্ছে যে কোন দেশের অর্থনীতির জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ সূচক। কোন দেশের রিজার্ভ পরিস্থিতি পর্যালোচনা করে দেশটির সার্বিক অর্থনৈতিক অবস্থা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাওয়া যায়। বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় খাত হল তৈরি পোশাক ও নীটওয়্যার। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ ভাগের বেশি আসে এ খাত থেকে। কিন্তু এরপরও বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় একক খাত হল প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। কেননা পোশাক রপ্তানির অর্ধেকেরও বেশি ব্যয় হয় ব্যাক টু ব্যাক এলসি ও কাঁচামাল আমদানিতে। আর কারণেই বলা যায়, প্রবাসীরাই সচল রেখেছেন অর্থনীতির চাকা।
দেশে বেকার সমস্যা মারাত্মক রূপ ধারণ করেছে। প্রতিবছর কয়েক লাখ যুবকের প্রবাস যাত্রা কিছুটা হলেও বেকার সমস্যা নিরসনে অবদান রাখছে। তাছাড়া তাদের প্রেরিত অর্থ বেকার সমস্যা হ্রাস, দারিদ্র্য বিমোচন, পারিবারিক জীবনযাত্রার মানোন্নয়ন সহ এলাকাভিত্তিক ক্ষুদ্র-মাঝারি ব্যবসাকে সচল রাখার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে চলেছে।
রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। অাট মিলিয়নেরও বেশি বাংলাদেশী শ্রমিক বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন। তাদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের বৃহত্তর উৎস।
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে জনশক্তি রপ্তানি শুরু হয় ১৯৭৬ সালে। প্রথম বছর সৌদি আরব, কুয়েত, ইউনাইটেড আরব আমিরাত, কাতার, ইরাক, লিবিয়া, বাহরাইন, ওমানসহ অন্যান্য কয়েকটি দেশে জনশক্তি রপ্তানি হয়।
অভিবাসী জনশক্তির খাত সমূহ:
♦ টেকনিক্যাল ম্যানপাওয়ার: বিদেশে শ্রমিক রপ্তানির ক্ষেত্রে টেকনিক্যাল ম্যানপাওয়ার গুরুত্বপূর্ণ একটি খাত। বাংলাদেশ থেকে প্রতিবছরই প্রচুর পরিমাণ টেকনিক্যাল জনশক্তি রপ্তানি হচ্ছে। বিদেশে গিয়ে এসব শ্রমিকরা বিভিন্ন টেকনিক্যাল কাজগুলো করে।
♦ মেডিকেল ম্যানপাওয়ার: ডাক্তার ও নার্স বিদেশে কাজ করতে যাচ্ছে। বতমানে বাংলাদেশে বিদেশে গিয়ে কাজ করার মতো অসংখ্য ডিপ্লোমা নার্স ও গ্রাজুয়েট নার্স রয়েছে। এছাড়াও রয়েছে কিছু মেডিকেল টেকনোলোজিস্ট।
♦ ইঞ্জিনিয়ারিং ম্যানপাওয়ার: ইঞ্জিনিয়ারিং ম্যানপাওয়ার বিদেশে গিয়ে হাল্কা ও ভারী মেশিনারিজের কাজ করে থাকেন।
♦ ইন্ডাস্ট্রিয়াল ম্যানপাওয়ার: দক্ষ, অর্ধদক্ষ, এবং অদক্ষ শ্রমিকরা বিদেশে গিয়ে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে কাজ করতে যাচ্ছেন। এ খাতে পুরুষ শ্রমিকের পাশাপাশি প্রচুর নারী শ্রমিকও কাজ করতে যাচ্ছেন।
♦ রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার: বিদেশে রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার হিসেবেও প্রচুর বাংলাদেশি কাজ করছে। রাস্তা তৈরি, মেরামত, সংরক্ষণসহ বিভিন্ন কাজ করছেন এসব শ্রমিকেরা।
প্রতিবছর বাংলাদেশের প্রায় দুই মিলিয়ন জনশক্তি শ্রমবাজারে প্রবেশ করছে যার মধ্যে অর্ধেকেই দেশের বাইরে চলে যাচ্ছে। বাংলাদেশ একটি ঘনবসতি পূর্ণ দেশ এবং আনুপাতিক হারে তাদের যথেষ্ট ভূমি ও কর্মসংস্থানের সুযোগ নেই। বাংলাদেশ বিশ্বের প্রায় ২৮ টি দেশে শ্রমরপ্তানিকারক যার মধ্যে পেশাজীবী, দক্ষ, আধাদক্ষ, অদক্ষ শ্রমিক রয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে প্রবাসী বাংলাদেশীরা দেশে বেশি পরিমাণে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন সময়ে অবৈধ হুন্ডির বিরুদ্ধে মানি লন্ডারিং আইন সংশোধনসহ বেশ কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করায় প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে তাদের উপার্জিত অর্থ দেশে পাঠানোর কারণে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। আর এ কারণেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ একটা শক্ত ভিত্তির উপর দাঁড়িয়েছে।
অর্থনীতির পরিভাষায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ হচ্ছে যে কোন দেশের অর্থনীতির জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ সূচক। কোন দেশের রিজার্ভ পরিস্থিতি পর্যালোচনা করে দেশটির সার্বিক অর্থনৈতিক অবস্থা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাওয়া যায়। বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় খাত হল তৈরি পোশাক ও নীটওয়্যার। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ ভাগের বেশি আসে এ খাত থেকে। কিন্তু এরপরও বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় একক খাত হল প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। কেননা পোশাক রপ্তানির অর্ধেকেরও বেশি ব্যয় হয় ব্যাক টু ব্যাক এলসি ও কাঁচামাল আমদানিতে। আর কারণেই বলা যায়, প্রবাসীরাই সচল রেখেছেন অর্থনীতির চাকা।
দেশে বেকার সমস্যা মারাত্মক রূপ ধারণ করেছে। প্রতিবছর কয়েক লাখ যুবকের প্রবাস যাত্রা কিছুটা হলেও বেকার সমস্যা নিরসনে অবদান রাখছে। তাছাড়া তাদের প্রেরিত অর্থ বেকার সমস্যা হ্রাস, দারিদ্র্য বিমোচন, পারিবারিক জীবনযাত্রার মানোন্নয়ন সহ এলাকাভিত্তিক ক্ষুদ্র-মাঝারি ব্যবসাকে সচল রাখার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে চলেছে।
একনেক (ECNEC) বা জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী কমিটি
একনেকের পূর্ণনাম হচ্ছে - Executive Committee of the National Economic Council.
1982 সালে প্রথম একনেকের গঠন ও কার্যাবলি নিরূপণ করা হয়। পরবর্তীতে 2000 সালে এর গঠন কাঠামোতে কিছু পরিবর্তন আনা হয়। একনেকে প্রধানমন্ত্রী সভাপতি ও অর্থমন্ত্রী বিকল্প সভাপতি। এছাড়া সদস্য হিসেবে থাকেন ৯টি মন্ত্রণালয়ের মন্ত্রীবর্গ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অন্যান্য অর্থনীতি সম্পর্কিত ব্যক্তিবর্গ।
একনেকের বিবেচ্য বিষয়াবলি হচ্ছে:
♦ সকল প্রকল্প পরিকল্পনাপত্র যাচাই ও অনুমোদন।
♦ ৫ কোটি টাকার উর্ধ্বে ব্যয় সাপেক্ষ প্রকল্প যাচাই ও অনুমোদন।
♦ উন্নয়ন প্রকল্প সমূহের বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা।
♦ বেসরকারি ও যৌথ উদ্যোগের প্রকল্প সমূহ যাচাই।
♦ দেশের অর্থনৈতিক কর্মকান্ডের আওতাধীন ও নীতিমালা পর্যালোচনা।
♦ সরকারি বিধিবদ্ধ কর্পোরেশন সমূহের আর্থিক কর্মসূচি পর্যালোচনা।
♦ সরকারি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যসমূহের মূল্য নির্ধারণ।
♦ বৈদেশিক সাহায্য, বিনিয়োগ, জনশক্তি, রপ্তানি প্রভৃতি বিষয়ে বিদেশী বাংলাদেশী মিশনের করণীয় নির্ধারণ।
একনেকের বিবেচ্য বিষয়াবলি হচ্ছে:
♦ সকল প্রকল্প পরিকল্পনাপত্র যাচাই ও অনুমোদন।
♦ ৫ কোটি টাকার উর্ধ্বে ব্যয় সাপেক্ষ প্রকল্প যাচাই ও অনুমোদন।
♦ উন্নয়ন প্রকল্প সমূহের বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা।
♦ বেসরকারি ও যৌথ উদ্যোগের প্রকল্প সমূহ যাচাই।
♦ দেশের অর্থনৈতিক কর্মকান্ডের আওতাধীন ও নীতিমালা পর্যালোচনা।
♦ সরকারি বিধিবদ্ধ কর্পোরেশন সমূহের আর্থিক কর্মসূচি পর্যালোচনা।
♦ সরকারি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যসমূহের মূল্য নির্ধারণ।
♦ বৈদেশিক সাহায্য, বিনিয়োগ, জনশক্তি, রপ্তানি প্রভৃতি বিষয়ে বিদেশী বাংলাদেশী মিশনের করণীয় নির্ধারণ।
মানব সম্পদ উন্নয়ন ও তথ্যপ্রযুক্তি (ICT)
মানব সম্পদ উন্নয়নের গুরুত্ব বিশ্বের সকল দেশেই স্বীকৃত। পরিমাপের ক্ষেত্রে এখন অর্থনৈতিক প্রবৃদ্ধিই একমাত্র নির্দেশক নয়, মানব সম্পদ উন্নয়নও একটি গুরুত্বপূর্ণ নির্দেশক। এ কারণে মানব সম্পদ উন্নয়ন এখন বৈশ্বিক উন্নয়ন এজেন্ডার অপরিহার্য অংশ হিসেবে বিবেচিত হয়ে হচ্ছে। শিক্ষা তথ্যপ্রযুক্তির কোন বিকল্প নেই। শিক্ষায় আইসিটি কার্যক্রমের অংশ হিসেবে ২০১০ সাল থেকে মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক এনসিটিবির ওয়েবসাইটে প্রকাশ করেছে। যুব উন্নয়ন অধিদপ্তর তথ্য প্রযুক্তির উন্নয়ন ও প্রসারে কাজ করছে। দেশের ৬৪ টি জেলায় ৭০ টি কেন্দ্রের মাধ্যমে শিক্ষিত বেকার যুবকদের ইন্টারনেট ও নেটওয়ার্কিংসহ কম্পিউটার বেসিক কোর্স এবং গ্রাফিক ডিজাইন ও ভিডিও সম্পাদনা কোর্স প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ক্লাব ভিত্তিক যুব কর্মসূটি সারা দেশে সম্প্রসারণ ও জোরদার করার মাধ্যমে যুব উন্নয়ন অধিদপ্তর ও বেসরকারি সেচ্ছাসেবী যুব সংগঠনের মধ্যে কর্মসূচি ভিত্তিক নেটওয়ার্কিং জোরদারকরণের লক্ষ্যে একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে ৭২০০০০ জনকে দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও ২৮৮০০০ জনকে আত্নকর্মসংস্থানে নিয়োজিত করা হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সাথে সকল জেলা ও উপজেলায় ইন্টারনেট সংযোগ স্থাপন করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এ প্রকল্পের কার্যক্রম উল্লেখযোগ্য অবদান রাখছে।
Sunday, June 12, 2016
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি মডেল টেস্ট | Jahangirnagar University Admission Test Questions
Jahangirnagar University Admission Test Question Solution
a)
Quarrelsome b) opponent c) hyperactive d) belligerent Ans: opponent
# What is the synonym of ‘effigy’
a)
Proxy b)
profundity c) boldness d) dummy
Ans: dummy
# What kind of man is quite the opposite type of
‘supercilious’
a)
Affable b)
haughty c) disdainful d) wicked
Ans: affable
# Which one is the antonym of ‘Ebb’ ?
a)
End b)
downfall c) flow d) rapid
Ans: flow
# A ‘delusion’ is --------
a)
A dream b)
misbelief (illusion) c) stone d) down – pour Ans: misbelief
# To brag is to -----
a)
Boast b)
pull or carry heavy load c) push into
place d) bark like a dog Ans: boast
# The word ‘pneumatic’ means -------
a)
Supernatural b) bronchia tic c) filled with cold water d) filled with compressed air
Ans: filled with compressed air
# ‘Hideously’ means ---------
a)
Horribly b)
quietly c) fragrantly d) suddenly Ans: horribly
# The synonym of ‘remember’ is --------
a)
Forget b)
recollect c) call up d) memory Ans: recollect
# What is the antonym of ‘cease’?
a)
Start b)
attractive c) withdraw d) sure
Ans: start
# What is the synonym of ‘Fickle’?
a)
Constant b)
stable c) unstable d) trustworthy Ans: unstable
# Which is the antonym of the word ‘handsome’?
a)
Ugly b)
foul c) bad d) unpleasant Ans: ugly
# What is the antonym of ‘sympathy’?
a)
Antipathetic b) antipathy c) adversity d) oppose
Ans: antipathy
# What is the antonym with ‘huge’?
a)
Small b)
big c) large d) massive Ans: small
# What is the synonym of ‘Delude”?
a)
Demand b)
permit c) aggravate d) deceive Ans: deceive
# What is the meaning of the word ‘scuttle’?
a)
To tease b)
abandon c) a large open basket d) gossip
Ans: a large open basket
# What is the meaning of the word ‘sequence’ ?
a)
To follow b) round up c) withdraw d) question closely Ans: to follow
# What is the meaning of the word ‘euphemism’?
a)
Vague idea b) inoffensive expression c) verbal play d) wise saying Ans: inoffensive expression
# ‘panacea’ means ----------
a)
Snake b)
praise c) inactivity d)
cure all Ans: cure all
# antonym of ‘harbinger’ --------
a)
Mountain b)
follower c) cymbal d) ford Ans: follower
# ‘Windfall’ means -------
a)
Storm b)
unexpected benefit c) flood d) cyclone
Ans: unexpected benefit
# A person who writes about his own life writes -----
a)
A diary b)
a biography c) an autobiography d) a chronicle Ans: an autobiography
# stockings are ---------- socks.
a)
Long b)
small c) big d) short
Ans: long
# climate is a -------- of the environment.
a)
State b)
situation c) rank d) size
Ans: state
# ‘misanthropist’ means -------
a)
One who flirts with ladies b) a person of narrow
views c) a hater of mankind d) one who believe that God is in everything
Ans: a hater of mankind
# First language means the ------ language.
a)
Important b) main c) natural d) official ans: natural
# The expression ‘Lingua franca’ means -------
a)
The common language b) the first language c) international language d) The French language
Ans: The common language
# ‘Cul –de – sac’ -------- means
a)
Selection b) dead end c) error d) bubble
Ans: dead end
# ‘Parcel’ means ------
a)
Quarrel b) piece of land c) postage d)
unobstructed view Ans: piece of land
# “Ruminant” means
----------
a)
Cud – chewing animal b) soup c) gossip d) noise maker Ans: cud chewing animal
# If a substance is cohesive, it tends to ---------
a)
Retain heat b) bend without too much difficulty c) stick together d) break easily
Ans: stick together
# The word ‘dilly dally’ means -------
a)
To dilute b) wait impatiently c) repeat d) waste time Ans: waste time
# The word ‘euphemism’ means -----
a)
Stating one thing like another
b)
Description of a disagreeable thing by an
agreeable name
c)
Contrast of words is made in the same sentence
d)
A statement is made emphatic by overstatement
Ans: Description of a disagreeable thing by an agreeable
name
# ‘Equivocation’ means ------
a)
A true statement b) equal opportunity to get a job c) Free expression of opinions d) Two contrary things in the same statement
Ans: Two contrary things in the
same statement
# ‘Bill of fare’ is -------
a)
A char of bus fare b) a price list c) a valuable document d) a list of dishes at a restaurant
Ans: a list of dishes at a restaurant
# a ‘bull market’ means, that share prices are -----
a)
Falling b)
rising c) moving d) static
Ans: rising
# ‘blue chips’ are -----
a)
Securities issued by the government
b)
B) industrial shares considered to be a safe
investment
c)
Industrial shares considered to be a risky
investment
d)
Flat plastic counters used as money tokens
Ans: industrial shares considered
to be a safe investment
# ‘Razzmatazz’ means --------
a)
A musical instrument b) a well planned program c) a noisy activity d) a musical drama
Ans: a noisy activity
# ‘Blockbuster’ means ----------
a)
A large solid piece of stone
b)
A device
to cut off a person’s head as a punishment
c)
Something that makes movement difficult
d)
A powerful explosive to demolish buildings
Ans: A powerful
explosive to demolish buildings
# The word ‘ecological’ is related to
a)
Atmosphere b) pollution c) environment d)
demography Ans: environment
# The word ‘homogeneous’ means ------
a)
Of the same kind b) of the same place c) of the same race d) of the same density
Ans: of the same kind
# A pilgrim is a person who undertakes a journey to a
--------
a)
Holy place b) a mosque c) a bazar d) a new country Ans: holy place
# A person who writes about his own life writes ---------
a)
A chronicle b) an autobiography c) a diary d) a biography Ans: an autobiography
# Three score is ------
a)
Thirty times b) three hundred times c) three times twenty d) more than three Ans: three times twenty
# A fantasy is -----
a)
An imaginary story b) a funny film c) a history record d) a real life event Ans:
an imaginary story
# Something that is ‘fresh’ is something ------
a)
Recently printed or published b) in fairly good condition c) disrespectful d) pleasant
Ans: in fairly good condition
# What is the meaning of the expression ‘bottom line’?
a)
The final step b) the end of a road c) the last line of a book d) the essential point
Ans: the essential point
# The word ‘plurality’ means ?
a)
The letter ‘S’ b) men and women c) chaos and confusion d) the holding of more than one office at a
time
Ans: The holding of more than one
office at a time
# ‘Paediatric’ relates to the
treatment of ----------
a)
Adults b)
children c) old people d) women
Ans: children
# ‘Boot leg’ means to --------
a)
Distribute b) export c) import d) smuggle
Ans: smuggle
# ‘Plebiscite’ is a term related
to -------
a)
Medicine b)
technology c) law d) politics Ans: politics
# Many islands make up -------
a)
An isles b)
an archipelago c) a peninsula d) a continent
Ans: an archipelago
# A speech full of too many word
is ---------
a)
A big speech b) maiden speech c) an unimportant speech d) a verbose speech
Ans: A verbose speech
# Select the answer of the word
‘Stagflagation’?
a)
Controlled prices b) economic slow down c) a disintegrating government d) cultural dullness
Ans: economic slow down
# ‘Syntax’ means ------
a)
Manner of speech b) sentence building d) supplementary tax d) synchronizing act
Ans: sentence building
# One who is neither intelligent
nor dull ----
a)
Commoner b) mediocre c)
tolerable d) Ad hoc
Ans: mediocre
# Work for which no regular salary
is paid -------
a)
Honorable b) honorary c) temporary d) Ad hoc Ans: honorary
# A book containing information on all subjects -----
a)
Dictionary b) appendix c) informatics d) encyclopedia Ans: encyclopedia
# A sound which cannot be heard ------
a)
Audible b)
inaudible c) obsolete d) whisper Ans: inaudible
# If someone has a chequered career, he or she has
a)
Had a brilliant career
b)
Had a career marked by periods of good and bad
luck
c)
Had an unhappy career
d)
Done very well in life
Ans: had a career marked by
periods of good and bad luck.
# ‘Powerful people sometimes
commit crimes with impunity.’ Means that they can commit crimes ------
a)
Easily
b)
Without fear of punishment
c)
With the co-operation of other people
d)
Which cannot be easily detected
Ans: without fear of punishment
# Something which is evanescent is
-------
a)
Permanent b) expressive c) transient d)
corrosive Ans: corrosive
# A best seller means --------
a)
An efficient salesman b) a costly item c) a piece of ornament d) a book that sells in very large numbers
Ans: a book that sells in very
large numbers
# The word ‘ecological’ is related
to -----
a)
Demography b) environment c) economy d) atmosphere Ans: environment
# A cardiologists treats patients
with -------- problems.
a)
Heart b)
kidney c) urine d) stomach Ans: heart
# A misogynist hates ---------
a)
Women b)
people c) men d) liars
Ans: women
# I think I’ll just go upstairs
and have a sleep for a while, if nobody objects.
a)
Have a bash b) have a rest c) have a bite d) have nap
Ans: have a nap
# Something bought cheaply or for
less than the usual price is called ----
a)
A bargain b) an inheritance c) a
reward d) a refund e) an interest Ans: A bargain
# A child who hits smaller or
weaker children is called ------
a)
An enemy b) a rascal c) a tyrant
d) a bully e) a vagrant
Ans: bully
# Courteous and attentive to women
means -----
a)
Querulous b) chivalrous c)
supercilious d) dolorous e) obscquious Ans:
chivalrous
# A government by one man is called --------
a)
Oligarchy b) Autocracy c) Plutocracy d)
aristocracy e) theocracy
Ans: Autocracy
# One who is a specialist in heart and its diseases is
--------
a)
Pharmacologist b) an ophthalmologist c) a cardiologist d) a neurologist Ans: a cardiologist
# ‘Flora’ means -------
a)
Claborate decoration with flowers
b)
All the flowers of an area
c)
A garden of flowers
d)
All the plants of an area
Ans: all the plants of an area
# ‘Corpus’ means ------
a)
A dead body
b)
a collection of written texts
c)
red and white cells in blood
d)
one of the technical branches of an army
Ans: a collection of written texts
# A person who writes dictionaries is a ------
a)
lexicographer
b) linguist c)
dictator d) dictionary writer Ans: lexicographer
# ‘Cock pit’ means ----------
a)
Bottom of an aircraft
b)
Front of
an aircraft
c)
Safety doors of an aircraft
d)
An enclosed area of an aircraft where the pilot
sits and steers the plane
Ans: An enclosed area of an aircraft where the pilot sits
and steers the plane
# ‘Ring master’ is a person in charge of -------
a)
A bus counter b) circus performance c) a
cinema hall d) a dramatic performance
Ans: a circus performance
# An extrovert is a person who ---------
a)
Likes isolation b) shares his cheerful feelings with others c) behaves like a stoic d) keeps himself aloof from other
Ans: shares his cheerful feeling with others
# A person who sells fruits and vegetables -------
a)
A vegetable man b) a vegetarian c) a green grocer d) a
hawker Ans: a green grocer
Jahangirnagar University Admission Test MCQ | Model Test
# A person who is skilled in foreing languages -----
a)
Rhetorician b) linguist c) linguistic d) prosodist Ans: linguist
# He knows and speaks many languages. Choose the appropriate
sentence that best matches the above description.
a)
He is an interpreter
b)
He is a polyglot
c)
He is an infidel
d)
He is a tycoon
Ans: he is a polyglot
# One who studies and treats the disease of the eye is
---------
a)
A radiologist
b)
An orthodontist
c)
An ophthalmologist
d)
A neurologist
Ans: an ophthalmologist
# A person who studies the scientific development of
language is a -----
a)
Philatelist b) philanthropist c) pharmacologist d)
philologist Ans: philologist
# One who creates fear as a weapon for power is a ---------
a)
Terrorist b) militant c) extremist d) anarchist
Ans: anarchist
# The ‘gypsies’ are the people who -------
a)
Came originally from Egypt to England
b)
Have a settled way of life
c)
Are always on the move
d)
Steal children to train them in their way of
life
Ans: are always on the move
# A person unable to pay his debts -----
a)
Poor b) solvent c) miser d)
insolvent Ans: insolvent
# ‘Pediatric’ relates to the treatment of -----
a)
Adults b)
children c) old
people d)
women ans: children
# Property inherited from one’s father or ancestors ----
a)
Alimony b) patrimony c) legacy d) inheritance Ans: patrimony
# A person who enters without any invitation --------
a)
Burglar b)
intruder c) thief d) vandal
Ans: intruder
# A person working in the same place with another ------
a)
Comrade b)
colleague c) assistant d) contemporary Ans: colleague
# One who possesses many talents –
a)
Versatile
b) gifted c) exceptional d) nubile
Ans: versatile
# A free-lance journalist is --------
a)
An independent journalist
b)
An unpaid journalist
c)
A journalist belonging to another country
d)
An unqualified journalist
Ans: An independent journalist
# One who loves and serves mankind
is -----
a)
A misanthropist b) a philanthropist c) a
socialist d) an optimist Ans: A
philanthropist
# words inscribed on a tomb is
an----------
a)
Epitome b)
epithet c) epitaph d) episode Ans: epitaph
# To resolve a problem is to
-------
a)
Find an answer
b) ignore it c) pose a question d) do mathematics Ans:
find an answer
# A handicapped person is one who --------
a)
Works at handicraft b) suffers from some disability c) assigns handicaps to contestants d) gives training in manual skill
Ans: suffers from some disability
# An association of sports teams
is called a --------
a)
Group b)
school c) league d) game
Ans: league
# Dessert is -------
a)
Course of fruit, etc. at the end of a meal
b)
Barren land
c)
Go away from
d)
To be rewarded
Ans: course of fruit, etc. at the end of a meal
# Only a few types of mushrooms
are suitable for consumptions.
a)
Flammable b) artificial c) inedible d) natural
e) marketable Ans: inedible
# A lexicographer is a person who
writes -------
a)
Novels b) Dictionaries c) Graphs d) Medical
books Ans: Dictionaries
# What is the sound made by a
goat?
a)
Cooing b) hooting c) bleating d) squeaking Ans: bleating
# The appropriate meaning of the
word ‘polygamy’ is -------
a)
The crime of marrying somebody when you are
still married to somebody
b)
The custom of being married to only one person
at a particular time
c)
Custom of having more than one husband at the
same time
d)
Custom of having more than one wife at the same
time
Ans: custom of having more than
one wife at the same time
# Select the right word for ‘A speech made without previous
preparation’
a)
Composed b) extempore c) memorized d)
censored Ans: extempore
# Unable to read or write means -------
a)
Unschooled b) uneducated c) illiterate d)
ignorant Ans: illiterate
# The word ‘Omniscient’ means -------
a)
One who knows everything b) one who has total
power c) one who is present everywhere d) one who eats all types of foods
Ans: One who knows everything
# ‘Plebiscite’ is a term related to -------
a)
People b) painting c) politics d) law Ans: politics
# Person who eats human flesh and animals that eats its own
kind is called -----
a)
Cannibal b) flesh eater c) meat eater d) non
vegetarian Ans: Cannibal
# An unmarried woman is called -------
a)
Seamstress b) bachelor c) nurse d) spinster Ans: spinster
# The word ‘Rendezvous’ means -----
a)
An appointed meeting place for troops
b)
An appointed meeting place for teacher
c)
An appointed meeting place for political leaders
d)
An appointed meeting place for students
Ans: An appointed meeting place
for troops
#
A myth is ------
a)
An adventurous story b) a mysterious story c) a
detective story d) a legend
Ans: a legend
# He knows and speak many
languages. Best substitutes -------
a)
He is an interpreter
b)
He is a polyglot
c)
He is a infidel
d)
Anatomy
Ans: He is a polyglot
# Give one word for science of the
structure of animal bodies.
a)
Biology b) Psychology c) Physiology d)
Anatomy Ans: Anatomy
# What is the meaning of the word ‘Vice
versa’?
a)
For example b) Face to face c) Namely d) The
terms being exchanged
Ans: The terms being exchanged
# The word ‘somnambulist’ means
--------
a)
A sleep walker b) a day dreamer c) a night
dreamer d) an optimist
Ans: a sleep walker
# ‘Hamlet’ means --------
a)
A small village b) a small town c) a big city d)
a big village Ans: a small
village
# What do we call a man who
controls a game of football?
a)
Captain b) coach c) goalkeeper d) referee Ans: Referee
# ‘Mayhem’ means --------
a)
A bizarre situation b) A May day event c)
confusion and fear caused by violent behavior d) a sudden collapse
Ans: Confusion and fear caused by
violent behavior
# ‘Bibliography’ means -------
a)
Concerning the Bible b) History of books c)
Collection of books d) Worship of books
Ans: collection of books
# ‘Stallwart’ means in politics
-----
a)
Bad supporter b) reliable supporter c) light
supporter d) no supporter Ans:
reliable supporter
# The word ‘teetotaller’ means ------
a)
Person who abstain completely from alcoholic liquor
b)
Person who like drinking wine
c)
Person who hates drinking wine
d)
Person who is heavily drunk
Ans: person who abstains completely from alcoholic liquor
# ‘Lingua franca’ means ------
a)
State language of a country
b)
French language
c)
Language adopted for communication where many
languages are spoken
d)
Language spoken by maximum number of people in
the world
Ans: Language adopted for
communication where many languages are spoken
# The profession of teaching
-------
a)
Pedagogy b) History c) Linguistic d) Teacher ship Ans: Pedagogy
# A place for keeping dogs------
a)
Hutch b) Stable c) Kennel d) sty Ans: kennel
# The expression of ‘lingua
franca’ means -------
a)
The common language b) the first language c)
language of brothers d) the French language
Ans: The common language
# What is the general term for
psychological treatment ?
a)
Psychology b) Psychopathy c) Psychotherapy d)
Psychoanalysis Ans: Psychotherapy
# Of the following words which one
means ‘relating to cattle’ ?
a)
Equine b) bovine c) canine d) feline Ans: bovine
# What is the meaning of the word
‘Quorum’?
a)
Number b) allowed number c) additional number d)
required number Ans: required
number
# A versatile person ------- many things well.
a)
May do b) will do c) always does d) has
done Ans: always does
# A man who has not remarried after his wife’s death is
called ------
a)
Widow b) wifeless c) divorced d) widower Ans: Widower
# The ability to tell interesting stories makes one ------
a)
An entrepreneur b) a connoisseur c) a raconteur
d) a dandy Ans: a raconteur
# The word ‘paranoid’ is connected with -------
a)
Philosophy
b) Psychology c) anthropology d) theology Ans: Psychology
# A geologist studies --------
a)
Insects b) plant life c) the earth d) community
and family life Ans: The earth
# A specialist in eye diseases is called ------
a)
A cardiologist b) an ophthalmologist c) an
optician d) a neurologist Ans: An ophthalmologist
# The word ‘inauguration’ means nearly the same as -------
a)
A special ceremony b) an opening ceremony c)
acceptance speech d) starting speech
Ans: an opening ceremony
# What is the word means, ‘a flash of light which is
followed by a thunder’?
a)
Thunderstorm b) avalanche c) lightning d)
lightish Ans: Lightning
# The word ‘Geriatric’ means -------
a)
Adults b) children c) old people d) women Ans: Old people
# Explain the meaning of ‘Bring to pass’
a)
Cause to destroy
b)
Cause to happen
c)
Cause to carry out
d)
Cause to convince
Ans: cause to happen
# ‘Through thick and thin’ means -------
a)
Under all conditions b) to make thick and thin
c) not clear in understanding d) of great density
Ans: under all conditions
# What is the meaning of ‘White Elephant’
a)
An elephant of white color
b)
A hoarder
c)
A black marketer
d)
A very costly or troublesome possession
Ans: A very costly or troublesome possession
# Maiden speech means -------
a)
Late speech b) early speech c) final speech d)
first speech Ans: first speech
# ‘Out and out’ means -------
a)
Not at all b) brave c) thoroughly d) whole
heatedly Ans: thoroughly
# The expression ‘after one’s own heart’ means --------
a)
To be in low spirit b) with complete devotion c)
to one’s own liking d) to be in high spirit
Ans: To one’s own liking
# There are -------
dangerous drivers.
a)
A very lot of b) a very many c) very much of d)
a lot of Ans: a lot of
# He raised his eyebrow at my explanation.
a)
Show surprise or disapproval b) show agreement
c) show happiness d) show indifference
Ans: Show surprise or disapproval
# A person whose ‘head’ is in the ‘clouds’ is --------
a)
Proud b) a day dreamer c) an aviator d)
useless Ans: a day dreamer
# Choose the appropriate meaning of the idiom ‘swan song’?
a)
First work b) last work c) middle work d) early
work Ans: last work
# When a person says he is ‘all in’ it means -----
a)
He is very tired b) He has arrived c) he has
finished packing d) he has got everything
Ans: He is very tired
# ‘To read between the lines’ means ------
a)
To read carefully b) to read only some lines c)
to read quickly to save time d) to read carefully to find out any hidden
meaning
Ans: To read carefully to find out
any hidden meaning
# Which of the following is a correct proverb?
a)
Fools rush in where angels fear to tread
b)
Fools rush in where an angel fears to tread
c)
A fool rushes in where an angel fears to tread
d)
Fools rush in where the angels fear to tread.
Ans: Fools rush in where angels fear to tread.
# You should show good manners in the company of
young ladies.
a)
Behave gently b) practice manners c) behave
yourself d) do not talk rudely
Ans: behave gently
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মডেল টেস্ট
উত্তর: ৩ ডিসেম্বর, ১৯৫৫ সাল।
♦ বাংলা একাডেমীর মূল ভবনের নাম কি ছিল?
উত্তর: বর্ধমান হাউস।
♦ কুমিল্লা বার্ড ( BARD) এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: আখতার হামিদ খান।
♦ বাংলা একাডেমী থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম?
উত্তর: উত্তরাধিকার।
♦ বাংলাদেশ কত তারিখে কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করে?
উত্তর: ১৮ এপ্রিল, ১৯৭২ সাল।
♦ বাংলাদেশ কত তারিখে বিশ্ববাণিজ্য সংস্থা (WTO) এর সদস্যপদ লাভ করে?
উত্তর: ১ জানুয়ারী, ১৯৯৫সাল।
♦ বাংলাদেশ কত তারিখে আন্তর্জাতিক মুদ্রাতহবিল ( আই এম এফ) এর সদস্যপদ লাভ করে?
উত্তর: ১০মে, ১৯৭২ সাল।
♦ কবে থেকে বাংলা একাডেমী পুরস্কার প্রবর্তিত হয়?
উত্তর: ১৯৬০ সাল থেকে।
♦ BARI এর পূর্ণাঙ্গ রূপ কি?
উত্তর: Bangladesh Agriculture Research Institute
♦ BARI কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৭৬ সাল।
♦ ICDDRB এর পূর্ণাঙ্গ রূপ কি?
উত্তর: International Centre for Diarrhoeal Disease Research of Bangladesh.
♦ PATC বলতে বাংলাদেশের কোন সংস্থাকে বুঝায়?
উত্তর: Public Administration Training Centre
♦ PATC কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৮৪ সালে।
♦ বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
উত্তর: ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪
♦ বাংলাদেশ OIC এর সদস্য পদ লাভ করে কত সালে?
উত্তর: ১৯৭৪ সাল।
♦ বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
উত্তর: ১৩৬ তম সদস্য।
♦ মার্কিন যুক্তরাষ্ট্র কবে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
উত্তর: ১৯৭২ সালের ৪ ফেব্রূয়ারী
♦ স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি?
উত্তর: ভারত ( ৬ ডিসেম্বর, ১৯৭১)
♦ বাংলাদেশের স্বাধীনতা দিবস কোনটি?
উত্তর: ২৬ মার্চ
♦ শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখে?
উত্তর: ১৪ ডিসেম্বর
♦ ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে কোন সংস্থা?
উত্তর: UNESCO
♦ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় কত তারিখে?
উত্তর: ২১ ফেব্রুয়ারি
♦ বাংলাদেশের প্রত্নস্থল ওয়ারি বটেশ্বর যে জেলায় অবস্থিত?
উত্তর: নরসিংদী জেলায়।
♦ বিখ্যাত মুসলিম পর্যটক ইবনে বতুতা কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর: মরক্কোর।
♦ ছয়দফা দাবি উত্থাপিত হয় কোথায়?
উত্তর: লাহোরে।
♦ শ্রীচৈতন্যের আবির্ভাব ঘটেছিল কোন সূলতানের আমলে?
উত্তর: নাসির উদ্দিন মাহমুদ শাহ।
♦ দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক কে?
উত্তর: লর্ড ক্লাইভ।
♦ বাগদাদ নগরী ধ্বংসকারী হিসেবে কুখ্যাত মোঙ্গোল নেতা কে?
উত্তর: হালাকু খান।
♦ জিজিয়া ছিল ?
উত্তর: অমুসলমানদের উপর ধার্য সামরিক কর।
♦ “দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ কর” - উক্তিটি কার?
উত্তর: হযরত মুহাম্মদের (সঃ)
♦ মহান পিটার যে দেশের শাসক ছিলেন?
উত্তর: রাশিয়া।
♦ মহানবী (সঃ) -এর জীবদ্দশায় সংঘটিত সর্বশেষ সামরিক অভিযান কোনটি?
উত্তর: তাবুক অভিযান।
♦ সামাজিক বিবর্তন তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: স্পেনসার।
♦ ককেশাস অঞ্চলটি অবস্থিত কোথায়?
উত্তর: এশিয়া মহাদেশে।
♦ ম্যাকমোহন লাইন বর্তমানে যে দুটি রাষ্ট্রের সীমানা নির্ধারণ করে?
উত্তর: চীন ও ভারত।
♦ বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনের খাত কোনটি?
উত্তর: পোশাক রপ্তানি।
♦ বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রস্থল ?
উত্তর: কাপ্তাই।
♦ সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
উত্তর: ঢাকায়।
♦ নির্বাণের ধারণা কোন ধর্মের সাথে সম্পৃক্ত?
উত্তর: বৌদ্ধ ধর্ম।
♦ বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি?
উত্তর: ভোলা।
♦ বাংলাদেশে শিশু আইন প্রণীত হয়?
উত্তর: ১৯৭৪ সনে।
♦ যে রাষ্ট্রের মহিলাদের সামরিক কার্যক্রমে অংশগ্রহণ বাধ্যতামূলক?
উত্তর: ইসরায়েল।
♦ বাংলাদেশের পতাকা সর্বপ্রথম কখন উত্তোলন করা হয়?
উত্তর: ২ মার্চ, ১৯৭১ সাল।
♦ বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি?
উত্তর: তাজিং ডং।
♦ ঢাকা প্রথম বাংলার রাজধানী হয় কত সালে?
উত্তর: ১৬১০ সালে:
♦ ছিয়াত্তরের মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কখন ঘটে?
উত্তর: বাংলা ১১৭৬ সনে।
♦ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে কখন আত্মপ্রকাশ করে?
উত্তর: ১৭ এপ্রিল, ১৯৭১ সাল।
♦ গম্ভীরা কোন অঞ্চলের সঙ্গীত ?
উত্তর: রাজশাহী।
♦ ১৯০৫ সালে গঠিত পূর্ববাংলা ও আসাম প্রদেশের রাজধানী ছিল?
উত্তর: ঢাকা।
♦ কোন বায়ুর প্রভাবে বাংলাদেশে শীতকালে বৃষ্টিপাত হয় না?
উত্তর: উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে।
♦ FBI কোন দেশের গয়েন্দা সংস্থা?
উত্তর: যুক্তরাষ্ট্র
♦ ব্লাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী?
উত্তর: ভারত
♦ রেড আর্মি কোন দেশের সংন্ত্রাসবাদী সংগঠন?
উত্তর: জাপান
♦ সাভাক কোন দেশের গয়েন্দা সংস্থা?
উত্তর: ইরান
♦ ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কি?
উত্তর: মোসাদ
♦ উলফা ভারতের কোন রাজ্যের গেরিলা সংগঠন?
উত্তর: আসাম
♦ হামাস কোন দেশের গেরিলা সংগঠন?
উত্তর: ফিলিস্তিন
♦ এম আই কোন দেশের গোয়েন্দা সংস্থা?
উত্তর: যুক্তরাজ্য
♦ কারেন কোন দেশের গেরিলা সংগঠন?
উত্তর: মায়ানমার
♦ এলটিটিই কোন দেশের গেরিলা সংগঠন?
উত্তর: শ্রীলংকা
♦ বিশ্ব স্বাস্থ্য দিবস কত তারিখে?
উত্তর: ৭ এপ্রিল
♦ আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে?
উত্তর: ৮ মার্চ
♦ বিশ্ব পরিবেশ দিবস কত তারিখ?
উত্তর: ৫ জুন
♦ জীবাণু বিদ্যার জনক কে?
উত্তর: লুই পাস্তুর
♦ বিশ্বের সর্ববৃহৎ লাইব্রেরির নাম কি?
উত্তর: ইউনাইটেড স্টেটস লাইব্রেরি অব কংগ্রেস, ওয়াশিংটন।
♦ রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা?
উত্তর: যুক্তরাজ্য
♦ ইষ্টার্ন নিউজ এজেন্সি (এনা) কোন দেশের সংবাদ সংস্থা?
উত্তর: বাংলাদেশ
♦ তাস কোন দেশের সংবাদ সংস্থা?
উত্তর: রাশিয়া
♦ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয়ের নাম কি?
উত্তর: ওভাল অফিস
♦ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারী বাসভবনের নাম কি?
উত্তর: হোয়াইট হাউস
♦ ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারী বাসভবন কোনটি?
উত্তর: এলিসি প্রাসাদ
♦ আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত?
উত্তর: হেগ, নেদারল্যান্ড
♦ ট্রাফালগার স্কোয়ার কোথায় অবস্থিত?
উত্তর: লন্ডন
♦ স্ট্যাচু অব লিবার্টি কোথায় অবস্থিত?
উত্তর: নিউইয়র্ক
♦ বিশ্ব এইডস দিবস কত তারিখে?
উত্তর: ১ ডিসেম্বর
♦ বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখে?
উত্তর: ১০ ডিসেম্বর
♦ রুশ বিপ্লব সংঘটিত হয় কত সালে?
উত্তর: ১৯১৭ সালে
♦ গ্লাসনস্ত ও পেরেস্ত্রইকা নীতির প্রবক্তা কে?
উত্তর: মিখাইল গর্বাচেভ
♦ গ্লাসনস্ত ও পেরেস্ত্রইকা নীতি কবে ঘোষণা করা হয়?
উত্তর: ১৯৮৫ সাল
♦ বার্লিন প্রাচীর নির্মান করা হয় কত সালে?
উত্তর: ১৯৬১ সাল
♦ বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয় কত সালে?
উত্তর: ১৯৮৯ সালে
♦ ফরাসি বিপ্লব হয় কত সালে?
উত্তর: ১৭৮৯ সাল
♦ ওয়াটার লু যুদ্ধ হয় কত সালে?
উত্তর: ১৮১৫ সাল
♦ ওয়াটার লু যুদ্ধ কার কার মধ্যে সংঘটিত হয়?
উত্তর: নেপোলিয়ন ও ডিউক অব ওয়েলিংটন ( ফ্রান্স ও ব্রিটেন)
♦ ওয়াটার লু নামক স্থানটি কোথায় অবস্থিত?
উত্তর: বেলজিয়াম
♦ ম্যাগনাকার্টা কত সারে সাক্ষরিত হয়?
উত্তর: ১২১৫ সাল
♦ বৃটেনের প্রথম মহিলা প্রধান মন্ত্রী কে ছিলেন?
উত্তর: মার্গারেট থ্যাচার
♦ মার্গারেট থ্যাচার কত বছর ক্ষমতায় ছিলেন?
উত্তর: ১১ বছর
♦ উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম একত্রিত হয় কত সালে?
উত্তর: ১৯৭৬ সাল
♦ বৃটেনের নিকট থেকে মালয়েশিয়া স্বাধীনতা লাভ করে কত সালে?
উত্তর: ১৯৫৭ সাল
♦ মিশর ও ইসরায়েলের মধ্যে ঐতিহাসিক ক্যাম্পডেভিড চুক্তি সাক্ষরিত হয় কত সালে?
উত্তর: ১৯৭৮ সাল
♦ ইসরায়েল কে স্বীকৃতি দান কারী প্রথম দেশ কোনটি?
উত্তর: মিশর
♦ ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয় কত সালে?
উত্তর: ১৯৪৮ সাল
♦ আরব ইসরায়েলের মধ্যে এ পর্যন্ত কত বার যুদ্ধ হয়?
উত্তর: ৪ বার।( ১৯৪৮, ১৯৫৬, ১৯৬৭, ১৯৭৩ সাল)
♦ পাকিস্তান বিশ্বের কততম বৃহত্তম মুসলিম রাষ্ট্র?
উত্তর: দ্বিতীয়
♦ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন কৃতদাস প্রথা বিলোপ করেন কত সালে?
উত্তর: ১৮৬৩ সাল
♦ ওয়াটার লু যুদ্ধে পরাজিত হয়েছিলেন কে?
উত্তর: নেপোলিয়ন বোনাপার্ট
♦ নেপোলিয়নকে নির্বাসন দেয়া হয়েছিল কোন দ্বীপে?
উত্তর: সেন্ট হেলেনা
♦ বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন?
উত্তর: সম্রাট আকবর
♦ চলন বিল কোথায় অবস্থিত ?
উত্তর: পাবনা ও নাটোর জেলায়
♦ ফারাক্কা বাঁধ বাংলাদেশ সীমান্ত থেকে কত দূরে অবস্থিত?
উত্তর: ১৬.৫ কিলোমিটার
♦ মসজিদের শহর বলা হয় ?
উত্তর: ঢাকাকে
♦ বিখ্যাত গান ‘সবকটি জানালা খুলে দাও না’ এর গীতিকার কে?
উত্তর: নজরুল ইসলাম বাবু
♦ সোয়াচ অব নো গ্রাউন্ড এর মানে?
উত্তর: বঙ্গোপসাগরের একটি খাদের নাম।
♦ বিশ্বের সবচেয়ে উত্তরের শহর কোনটি?
উত্তর: হ্যামারফাস্ট (নরওয়ে)
♦ দোজংখা কোন দেশের প্রথম ভাষা?
উত্তর: ভূটান
♦ বিশ্বের সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে?
উত্তর: মান্দারিন (চীনা ভাষা)
♦ দক্ষিণ আমেরিকার উচ্চতম জলপ্রপাত কোনটি?
উত্তর:এঞ্জেল (ভেনিজুয়েলা)
♦ গ্রীনল্যান্ড দ্বীপটি বর্তমানে কান অধীনে?
উত্তর: ডেনমার্ক
♦ FIFA World Cup কত সালে চালু হয়?
উত্তর: 1974 সাল
♦ সিমলা চুক্তি কবে সাক্ষরিত হয়?
উত্তর: 1972 সাল
♦ রেনেসাঁ একটি ?
উত্তর: সাংস্কৃতিক আন্দোলন
♦ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষিত হয়?
উত্তর: 1988 সাল
♦ জাতিসংঘ উদ্বাস্তু বিষয়ক হাইকমিশন কবে গঠিত হয়?
উত্তর: 1951 সাল
♦ ভিক্ষু, পোপ এবং র্যাবাই যথাক্রমে কোন ধর্মের সাথে জড়িত?
উত্তর: বৌদ্ধ, খ্রিস্টান এবং ইহুদি
♦ APG কি?
উত্তর: মুদ্রা পাচার ও সন্ত্রাস প্রতিরোধে আঞ্চলিক সংগঠন?
♦ Imagination is more important than knowledge উক্তিটি কার?
উত্তর: আইনস্টাইন
♦ বিশ্বের প্রথম ইপিজেড কোন দেশে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: দক্ষিণ আফ্রিকা
♦ Theory of Surplus Value তত্ত্বটি প্রদান করেন কে?
উত্তর: কার্ল মার্কস
♦ রুশ বিপ্লবের সময় রাশিয়ার রাজা কে ছিলেন?
উত্তর: জার ২য় নিকোলাস
♦ কোন প্রণালী ভারত মহাসাগরকে দক্ষিণ চীন সাগরের সাথে সংযুক্ত করেছে?
উত্তর: মালাক্কা প্রণালী
♦ কলম্বাস কোন দেশের অধিবাসী?
উত্তর: ইতালি
♦ কুইবেক কোন দেশের অঙ্গরাজ্য?
উত্তর: কানাডা
♦ তিব্বতের ধর্মীয় নেতা দালাইলামা কত সালে নোবেল পুরস্কার পান?
উত্তর: 1989 সাল
♦ বাংলাদেশ সরকার সর্বপ্রথম মুদ্রা প্রবর্তন করেন কত সালে?
উত্তর: ৪ মার্চ, ১৯৭২ সাল
♦ সোনারগাওঁ, চট্টগ্রাম ও ময়মনসিংহ এর পূর্ব নাম কি?
উত্তর: সুবর্নগ্রাম, ইসলামাবাদ ও নাসিরাবাদ
♦ সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোন বিভাগে?
উত্তর: চট্টগ্রাম বিভাগ
♦ বাংলাদেশের প্রথম টেস্ট অভিষেক হয় কবে?
উত্তর: 2000 সাল
♦ ঢাকা স্টক এক্সচেঞ্জ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: 1954 সাল
♦ ব্রহ্মপুত্র নদী কোন জেলায় এসে দুই ভাগে বিভক্ত হয়েছে?
উত্তর: জামাল পুর
♦ জাপান থেকে প্রকাশিত বাংলা পত্রিকাটির নাম কি?
উত্তর: মানচিত্র
♦ ইবনে বতুতা কার সময়ে বাংলায় আসেন?
উত্তর: ফকরুদ্দীন মোবারক শাহ
♦ ভারতের সাথে বাংলাদেশের সীমা কত কিলোমিটার?
উত্তর: প্রায় 3715 কিলোমিটার
♦ প্রতি কত বছর অন্তর আদমশুমারী অনুষ্ঠিত হয়?
উত্তর: 10 বছর
♦ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কৃত হন কত সালে?
উত্তর: 1949 সাল
♦ বাংলাদেশে সর্বপ্রথম পাঁচ টাকার ধাতব মুদ্রা ছাড়া হয় কত সালে?
উত্তর: 1995 সাল
♦ জাতীয় শিশু দিবস পালন করা হয় কত তারিখে?
উত্তর: 17 মার্চ
♦ CPD এর পূর্ণ রূপ কোনটি?
উত্তর: Centre for Policy Dialogue
♦ ”রাষ্ট্রভাষা বাংল না উর্দু” গ্রন্থটির লেখক কে?
উত্তর: ড. মুহম্মদ শহীদুল্লাহ
♦ খিয়াং সম্প্রদায় যেখানে বাস করে?
উত্তর: কুয়াকাটা
♦ জাতীয় সংগীতের ব্যবহার সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত?
উত্তর: 4 নংঅনুচ্ছেদ
♦ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাল দিবস পালিত হয় কত তারিখ?
উত্তর: 23 আগস্ট
♦ সন্দ্বীপ কোন জেলায় অবস্থিত?
উত্তর: চট্টগ্রাম
♦ অ্যানথ্রাক্স কি?
উত্তর: ব্যাকটেরিয়া বাহিত রোগ
♦ ই-মেইল অর্থ কি?
উত্তর: Electronic Mail
♦ ডেথভ্যালি কোথায় অবস্থিত?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র
♦ ভারতে ঐতিহাসিক বাবরী মসজিদ ধ্বংস করা হয় কত সালে?
উত্তর: 1992 সাল
♦ শেকেল- কোন দেশের মুদ্রার নাম?
উত্তর: ইসরায়েল
♦ ফ্যাসিজমের প্রবর্তক কে?
উত্তর: মুসোলিনী
♦ AP কোন দেশের বার্তা সংস্থা?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র
♦ মিডিয়া সিন্ডিকেট - কোন দেশের সংবাদ সংস্থার নাম?
উত্তর: বাংলাদেশ
♦ ”ভারতের রোম”- বলা হয় কোন শহরকে?
উত্তর: দিল্লী
♦’সিআইএ ‘ এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: ভার্জিনিয়া
♦ Food and Agricultural Organization এর সদর দপ্তর কোথায়?
উত্তর: রোম
♦ শাইনিং পাথ” - কোন দেশের মার্কসবাদী গেরিলা দলের নাম?
উত্তর: পেরু
♦ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কবে গঠিত হয়?
উত্তর: 1973 সাল
♦ কোন উপজাতিটি মাতৃতান্ত্রিক?
উত্তর: গারো
♦ জাতীয় মুসক দিবস কবে?
উত্তর: 10 জুলাই
♦ 2018 সনে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে?
উত্তর: রাশিয়া
♦ কয়লা উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: চীন
♦ আল কায়েদা প্রতিষ্ঠিত হয়?
উত্তর: 1988 সাল
♦ কিউবা কোন সাগরে অবস্থিত?
উত্তর: ক্যারিবিয়ান সাগর
♦ ভারত মহাসাগরের কোন দেশটি আয়তনে সর্ববৃহৎ?
উত্তর: মাদাগাস্কার
♦ ব্লাক ডিসেম্বর কী?
উত্তর: গেরিলা সংস্থা
♦ কোন দেশের সংবিধানে বর্ণিত নাগরিক অধিকার সমূহ Bill of Rights নামে পরিচিত?
উত্তর: যুক্তরাষ্ট্র
♦ বিখ্যাত হেরাল্ড ট্রিবিউন” - পত্রিকাটি প্রকাশিত হয়?
উত্তর: নিউইয়র্ক থেকে
♦ ধুমকেতু কোন কবির ছদ্মনাম ছিল?
উত্তর: কাজী নজরুল ইসলাম
♦ সিরডাপের সদরদপ্তর কোথায়?
উত্তর: ঢাকা
♦ বাংলায় মুসলিম আধিপত্য প্রতিষ্ঠিত হয় কত শতকে?
উত্তর: ত্রয়োদশ শতকে
♦ ন্যাটো - এর একমাত্র মুসলিম সদস্য দেশ কোনটি?
উত্তর: তুরস্ক
♦ বিশ্বের সবচেয়ে জনবহুল শহর কোনটি?
উত্তর: টোকিও
♦ বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের উপর ভিত্তি করে যে ছায়াছবি নির্মিত হয়েছে?
উত্তর: অস্তিত্বে আমার দেশ
♦ বাংলাদেশের জাতীয় সংসদ ভবনটি কত তলা বিশিষ্ট?
উত্তর: ৯ তলা বিশিষ্ট
♦ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য?
উত্তর: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া
♦ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: 1952 সাল
♦ নেপোলিয়ন কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: কর্সিকা
♦ ফরায়েজী আন্দোলনের নেতা কে ছিলেন?
উত্তর: হাজী শরীয়ত উল্লাহ
♦ বাংলাদেশের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন?
উত্তর: কামরুল হাসান
♦ তিতাস একটি নদীর নাম - উপন্যাসের লেখক কে?
উত্তর: অদ্বৈত মল্ল বর্মণ
♦ ভাষার মৌলিক অংশ কয়টি?
উত্তর: 4টি
♦ ছক্কা পাঞ্জা করা মানে?
উত্তর: ইতঃস্তত করা
♦ পাণিনি কে ছিলেন?
উত্তর: ব্যাকরণবিদ
♦ Epic শব্দের পরিভাষা কোনটি?
উত্তর: মহাকাব্য
♦ ’যত্ন না করিলে রত্ম পাইবে না” - বাক্যটি কোন শ্রেণীর?
উত্তর: জটিল বাক্য
♦ তাজমহল কোন শতাব্দীতে তৈরি হয়েছিল?
উত্তর: সপ্তদশ শতাব্দী
♦ ঢাকায় 1857 সালের সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত স্থান কোনটি?
উত্তর: বাহদুর শাহ পার্ক
♦’ধানসিঁড়ি নদী’ - কোন জেলায় অবস্থিত?
উত্তর: বরিশাল
Subscribe to:
Posts (Atom)
-->
Popular Posts
-
Career - IDLC Securities Limited - Position: Assistant General Manager Web: http://idlc.com/Brokerage.php
-
Career - Sysnova Information Systems Limited - Officer (Corporate Sales) Sysnova Information Systems Limited has been published a jobs c...
-
List of multinational companies in Bangladesh 1. Advanced Chemical Industries Ltd. BD ACI Limited Advanced Chemical Industrie...
-
List of Garments Buying Houses in Bangladesh 1. Zimtex International Ltd. Address: House-14, Road-1, O.R. Nizam Road, Roa...
-
Bangladesh has more than 30 herbal medicine manufacturing companies. Herbal medicine is the best for disease treatment because it has no si...
-
List of banks in Bangladesh 1. Sonali Bank Limited Sonali Bank Limited is one of the oldest banks in Bangladesh.It is government commer...
-
List of Textile Spinning Mills in Bangladesh list of Textile Mills company in Bangladesh 1. Company Name: 9 Star Apparels Inds. Ltd....
-
Career - Asia Composite Mills Ltd. - Position: Operator (Electrical) Asia Composite Mills Ltd. is looking for Operator (Electrical). ...
-
Career - Vibes Healthcare Bangladesh (P) Ltd. - Position: Doctor (Dermatology/ Cosmetology) Send your CV to hrd@vibes.co.in Compan...
-
Top Pharmaceutical Company in Bangladesh Bangladesh has more than 250 pharmaceutical companies that produces world class drugs. This d...
-->
Categories 2
-->