Friday, August 26, 2016

Vision 2021: Digital Bangladesh (ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য 2021)

Vision 2021: Digital Bangladesh | ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য

Bangladesh achieved its independence 45 years ago through the supreme sacrifices of 30_lac Bengalis, 2.8 crore displaced people and half a million tortured and abused women. Today country stands on the crossroad of history. The military government and the political_parties destroyed the spirit of the freedom struggle and the promise of a democratic, equitable, secular and prosperous Bangladesh. The rape of the democratic_constitution, religious fanatics, rehabilitation of war criminals and, promotion of militancy, criminalization of politics, institutionalization of corruption, and the sway of black_money and muscle power overtook the post-independence governments.  The people of Bangladesh were, however, only temporary_defeated but not vanquished_and the heroic_struggle of the people.  

Digital Bangladesh and the programs of the present government:

Present government is committed to freeing Bangladesh from its present_state of crisis and construction of a country whose_citizens are able to live_prosperous and happy lives. The year 2021 will mark the golden jubilee of Bangladeshis Independence, while the year 2020 will be the 100th anniversary of the birth of the Father of the Nation Bangabandhu_Sheikh_Mujibur_Rahman. Considering the persisting politico-socio-economic crisis, five subjects have been given priority:
In the face of global economical crisis, maintenance of financial stability and control over commodity price hike: Measures will be taken to decrease the unbearable burden of price hike and keep it in tune with the purchasing power of the people. After giving the top priority to the production of home made commodities, arrangements will be made for due time import to ensure food security. It is necessary to take the proper measures for facing the outcome of the global financial crisis. So necessary steps would be taken for investment promotion, energy security, safeguarding value of money, assisting exports, retaining and enhancing domestic demand and continuing export of manpower.
Effective measures against corruption: Multi-pronged action to fight corruption will be put into place. Powerful persons will have to submit wealth & property statement annually. Strict actions will be taken to eradicate bribe, corruption, rent seeking and extortion. Strong measures will be taken against those people having unearned and black money, tender manipulators, against loan defaulters and users of muscle power in every stage of society and state. Private & State monopoly will be destroyed.
Power and energy: A comprehensive long term policy on energy & electricity will be adopted. Economic usage of oil, coal, gas, hydro power, solar energy & wind power,  will be ensured. Small & Big power generation stations, oil and gas exploration, coal extraction will be given priority. 
Elimination of poverty and Inequity: The main strategy of poverty decrease will center on bringing vibrancy in rural life & agricultural sector. Social safety net will be enhanced for ultra_poor. By 2020 poverty level and proportion of ultra poor will be brought down to 20% and 10% respectively. A comprehensive employment guideline will be established aiming at poverty reduction, taking control over unemployment problem and making citizens lives meaningful.
Establishment of good governance: Genuine independence and impartiality of the judicialy, election commission will be ensured. Administration and the law and forces agencies will be free from the influences of the political leaders and the parties.
Other important programs:
-         Strengthening the local government.
-         Ensuring the agriculture and rural development.
-         Improvement of the environment and water resources.
-         Preparing the effective policies for the development of the commerce and industry.
-         Taking measures for the human resources development.
-         Developing education and science.
-         Giving priority for the development and enhance of information and communication technology.
-         Giving priority for the development of the health and family welfare.
-         Ensuring the empowerment of women and child welfare.
-         Expansion of rehabilitation programs for ensuring the welfare of children and juvenile.
-         Ensuring the welfare of the youth and creating the employment.
-         Making effective policies and ensuring the implementation of the policies for the development of the communication and infrastructures.
-         Making effective labor policy.
-         Ensuring the freedom of mass media and information.
-         Strengthening the Defence Sector for ensuring our national security.
-         Creating smooth atmosphere for the culture and sports.
-         Making strong relationship among the government and NGO’s.
-         Making effective foreign policy etc.  
     
    Vision 2021 
Democracy and Active parliament: Democracy and strong democratic institutions will be made for holding reliable_election at regular intervals, and effective parliament, accountability of government. All necessary measures will be taken for making parliament effective.
Political framework, peoples participation & decentralization of power: Local government will be given due priority with a view to effecting radical change of the political method. The local government institution will play a crucial role in development programs. Self reliant local self government institutions will be made at upazila and zila levels to this end.  
Good governance by avoiding political partisanship and establishing rule of law: Human rights will be enhanced on a strong footing with a view to ensuring rule of law. Independence of judiciary will be established and the institutions of the administration and state will be freed from partisan influence. The basis of promotion and appointment will be merit, efficiency, honesty, seniority, and loyalty to the political & republic connection will have no relevance.
Transformation of political environment: Corruption, terrorism, use of religion for politics will be prohibited. Steps suitable to the time will be taken to establish democratic agenda in the political parties, civility and tolerance, transparency of political funding. 

Thursday, August 25, 2016

Responsibility of Medias & Role of Medias on Society

Media is called the parallel government. So it is very important to ensure the responsibilities of the medias of a country. A responsible media gives the proper guideline to a nation. Irresponsible activities of the media create many unwanted debates. Media is one of the largest sources of our information. So the negative role of media is very much unfortunate for any nation. Responsibility of the media is a well discussed affair in the world now days.
Kinds of Media: At early stage there was only one kind of media – the print media. But now a days we find various kinds of medias.
Print medias: Newspapers, journals, magazines etc.
♦ Audio medias: Radio and cell phone.
♦ Audio-visual medias: Televisions, e-mails, websites etc. these are called electronic media too.
Role of Medias on our socio-economic and political life:
People are highly dependent  on the medias for any news or information. It has opened the door to know every events of any corner of the world in couple of seconds. We can gather knowledge and information of any subject from the medias. It is really difficult to hide anything for the medias. So the people are becoming more aware about the socio-economic and the political affairs of the world. Media has a great role on our socio-economic and political life. These are:
11.  Role of medias on society: Media reflects the social scenario in various ways. We find many writings and audio video program for increasing the social awareness. People become aware knowing about there duties and responsibilities through these programs. The role of medias against the dowry system, child labour, torture on women, child and women trafficking, throwing acids, safety measures of AIDS, control of population and corruption etc are very much appreciated in Bangladesh.
  Role of medias on our politics: The political scenario of our country is not much satisfactory. The practice of democracy is almost absent in our politics. Our medias indicate the proper ways to our political leaders and parties when they do wrong. Medias reflects the hopes and feelings of the mass people which give the guidance to our political leaders. Medias are playing vital role by writings, plays, talk shows, documentary to increase the political awareness of the mass people. This awareness is increasing the accountability and transparency of the government. We can say medias are helping to build the strong foundation of our democracy.  
1.  Role of medias on our economy: The economy of Bangladesh is also struggling with many challenges. Medias give the inspiration to the people for increasing the economical activities by various programs. Agro based economical activities have bloomed in our country for the successful motivation by the medias.
3. Responsibilities of the medias: The mass people do believe and keep trust on the medias. So the responsible role of medias is very important in every respect. Sometimes few medias work for the implementation of some political agendas. Sometimes influential persons and the owner of the medias influence the news and information which misguide the people. Government of our country also puts pressure and influences on the medias to manipulate many news and information. We also find some dishonest media workers. Moreover we are not free from the yellow journalism. The following things may be considered for ensuring the responsibilities of the medias:
11.  Ensuring impartiality: Impartial role of the media is highly expected by the people. Because the information of the media plays the vital role to motivate the people in taking any decision. People may be misguided by the wrong news and information.
2.  Keep up the moral courage: There may be some unwanted pressure or interferences on medias from powerful and influential sources. It is very important to keep up the moral courage under those situations. If the medias compromise with those pressures or interference, people lose the trust and faith on the medias.
3.  Avoiding biasness: We find some media personalities and workers are politically biased. So they always try to speak in favour of their political reflection. It damages the neutrality of the media.
4.  Arrangement of institutional training: Proper institutional training must be arranged for the media workers. It enriches their professionalism. They can learn the ethics of the medias from this training. A well trained media worker usually performs his duties with responsibility. A sensitive news or a photograph cannot be printed or broadcasted like a simple news. A media worker can learn from the training how the news and information should be printed or broadcasted. So institutional training is very important for developing the responsibilities of the media.   
5. Keep up the national interests above all: Media should be very much careful about printing or broadcasting the news and information which are related about our national interests. There are some affairs which are related with the national security and honour; these should not be exposed to all. If any news can hamper our national security and interests that news should be published or broadcasted carefully.
6. Honesty and transparency: Honesty and transparency is one of the key instruments of ensuring the responsibilities of medias. It ensures the ethics and stops the yellow journalism. Corruption illegal money, nepotism, blind support on political parties etc make the medias questionable. Media should avoid all these undue affairs for ensuring their responsibilities.
7. Authenticity: Media should justify the authenticity of all the news and information before submitting in front of the people. Unauthentic news or information may create chaos in the socio political sector. It may damages honour of any person, organization or state.  
Recommendation for ensuring the responsibilities of the medias:
    Media has a great role on our social, political and economical life. So it is very important to ensure the responsibilities of the media. Now a days media has reached to the remotest area by the grace of the development of the information technology. So the impact of the medias have increased largely. Media can touch any people of any corner of the world by couple of seconds. Socio-economic and political life will be unstable if the role of the medias become questionable. Media can change the social and political views by their roles. Government can not do whatever they like for the close supervision of the medias. If the medias play negative roles it creates negative impacts on us.   So ensuring the responsibilities of the media has become the burning question in recent time. The following recommendations may be considered for ensuring the responsibilities of the medias:  
1.    Media should avoid the political alliances.
2.    Professional ethics and honesty must be followed.
3.    Professional training must be arranged for the new comers.
4.    Salary, financial benefits and security must be increased for the media workers.
5.    Seminars, symposiums can be arranged with the reputed national and international media personals for developing their knowledge.
6.    Political interference to medias must be stopped etc.
    Conclusion: We can see huge expansion of medias in our country in last couple of years. These medias has reached all the corner of the country. So the importance of medias has increased significantly. Medias are giving all the national and international news and information to the people. Medias have a great influence on the masses. So medias should ensure their responsible role. Irresponsible role of the medias can create any unwanted situation which never desire.  

  




Sunday, August 21, 2016

Adolf Hitler biography (হিটলার হয়ে উঠলেন নাৎসী দলের প্রধান, সমস্ত জার্মানির ভাগ্য বিধাতা)

Adolf Hitler biography

হিটলারের জন্ম 1889 সালের 20 এপ্রিল অস্ট্রিয়া ব্যাভেরিয়ার মাঝামাঝি ব্রনাউ নামে এক অাধা গ্রাম আধা শহর। বাবা একটি সরকারী প্রতিষ্ঠানে সামান্য চাকরি করত। যা আয় করত তার তিন পত্নী আর ছেলে মেয়েদের খাবার সংকুলান হতো না। হিটলার ছিলেন তার বাবার তৃতীয় স্ত্রীর তৃতীয় সন্তান। ছয় বছর বয়সে স্থানীয় অবৈতনিক স্কুলে ভর্তি হন।
ছেলে বেলা থেকেই হিটলার ছিলেন একগুয়ে, জেদী আর রগচটা। সামান্য ব্যাপারেই রেগে উঠতেন। অকারণে শিক্ষকদের সঙ্গে তর্ক করতেন। পড়াশুনাতে যে তার মেধা ছিল না এমন নয়। কিন্তু পড়াশুনার চেয়ে তাকে বেশি আকৃষ্ট করত ছবি আঁকা। যখনই সময় পেতেন কাগজ পেন্সিল নিয়ে ছবি আঁকতেন।
 বাবার ইচ্ছা ছিল স্কুলের পড়াশুনা শেষ করে কোন কাজকর্ম জুটিয়ে নেবে। বাবার ইচ্ছের বিরুদ্ধেই স্কুল ছেড়ে দিলেন হিটলার।স্থানীয় এক আর্ট স্কুলে ভর্তির চেষ্টা করেন। কিন্তু ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেন না। একটা বেসরকারী স্কুলে ভর্তি হলেন। কিন্তু কয়েক মাস পরে অর্থের অভাবে স্কুল ছেড়ে দিলেন।
মা মারা গেলে সংসারের সব বন্ধন ছিন্ন হয়ে গেল। ভাগ্য অন্বেষণে বের হয়ে পড়লেন হিটলার। ভিয়েনাতে চলে এলেন । ভিয়েনাতে এসে তিনি প্রথমে মজুরের কাজ করতেন। কখনো মাল বইতেন। এরপর রং বিক্রি করতে আরম্ভ করলেন। ভিয়েনাতে থাকার সময়েই তার মনের মধ্যে প্রথম জেগে ওঠে ইহুদি বিদ্বেষ। তখন জার্মানির অধিকাংশ কলকারখানা (mills), সংবাদপত্রের (Newspapers) মালিক ছিল  ইহুদিরা। দেশের অর্থনীতির (Economy) অনেকখানিই তারা নিয়ন্ত্রণ করত। হিটলার কিছুতেই মানতে পারছিলেন না, জার্মান দেশে বসে ইহুদীরা জার্মান দের উপর প্রভুত্ব করবে।  
1912 সালে তিনি ভিয়েনা ছেড়ে এলেন মিউনিখে। সেই দুঃখ কষ্ট আর বেঁচে থাকার সংগ্রামে আরো দুটো বছর কেটে গেল। 1914 সালে শুরু হল প্রথম বিশ্বযুদ্ধ। হিটলার সৈনিক হিসাবে যুদ্ধে যোগ দিলেন। এই যুদ্ধে সাহস ও বীরত্বের পরিচয় দিলেও কোন পদোন্নতি হয়নি।
যুদ্ধ শেষ হল, দেশ জুড়ে দেখা দিল হাহাকার আর বিশৃঙ্খলা। তার মধ্যে মাথা চাড়া দিয়ে উঠল বিভিন্ন বিপ্লবী দল, বিভিন্ন রাজনৈতিক দল। এদের উপর গোয়েন্দাগিরি করবার জন্য হিটলারকে নিয়োগ দিলেন কর্তৃপক্ষ।
সেই সময় প্রধান রাজনৈতিক দল ছিল লেবার পার্টি। তিনি সেই পার্টির সদস্য হলেন। অল্পদিনেই পাকাপাকিভাবেই পার্টিতে নিজের স্থান করে নিলেন হিটলার। এক বছরের মধ্যে তিনি হলেন পার্টি প্রধান। দলের নতুন নাম রাখা হল ন্যাশনাল ওয়ার্কার্স পার্টি। পরবর্তীতে এই দলকেই বলা হত নাৎসী পার্টি।
1920 সালের 24শে ফেব্রুয়ারি প্রথম নাৎসী দলের সভা ডাকা হল। এতেই হিটলার প্রকাশ করলেন 25 দফা দাবি। এর পর হিটলার প্রকাশ করলেন স্বস্তিকা চিহ্ণ যুক্ত দলের পতাকা। ক্রমশই নাৎসী দলের জনপ্রিয়তা বাড়তে থাকে। তিন বছরের মধ্যে দলের সদস্য হল 56000। এবং জার্মান রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করল।
হিটলার চেয়েছিলেন মিউনিখে অন্য কোন রাজনৈতিক দলের অস্তিত্ব না থাকে। এই সময় তার পরিকল্পিত এক রাজনৈতিক ষড়যন্ত্র ব্যর্থ হল। পুলিশের হাতে ধরা পড়লেন। তাকে এক বছরের জন্য ল্যান্ডসবার্গের পুরনো দুর্গে বন্দী করা হল। জেল থেকে মুক্তি পেয়ে আবার রাজনৈতিক কাজে ঝাপিয়ে পড়লেন। তার উগ্র স্পষ্ট মতবাদ (opinion), বলিষ্ঠ (strong) বক্তব্য জার্মানদের আকৃষ্ট করল। দলে দলে যুবকরা তার দলের সদস্য হতে আরম্ভ করল। সমস্ত দেশে জনপ্রিয় নেতা হয়ে উঠলেন হিটলার।
1933 সালের নির্বাচনে বিপুল ভোট পেলেন কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেলেন না। পার্লামেন্টের 647 টি আসনের মধ্যে তার দলের আসন ছিল 288 টি। বুঝতে পারলেন ক্ষমতা অর্জন করতে হলে অন্য পথ ধরে অগ্রসর হতে হবে।
কোন দল সংখ্যাগরিষ্ঠ না হওয়ায় হিটলার পার্লামেন্ট ভেঙে দিলেন। এই বার ক্ষমতা দখলের জন্য শুরু হল তার ঘৃণ্য (Hateful) রাজনৈতিক চক্রান্ত। বিরোধীদের (Opponent) অনেকেই খুন হলেন। অনেকে মিথ্যা (False) অভিযোগে জেলে গেল। বিরোধী দলের মধ্যে নিজের দলের লোক প্রবেশ করিয়ে দলের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করলেন। অল্পদিনের মধ্যেই বিরোধী পক্ষকে প্রায় নিশ্চিহ্ন করে দিয়ে হিটলার হয়ে উঠলেন শুধু নাৎসী দলের নয়, সমস্ত জার্মানির ভাগ্যবিধাতা।  
হিটলারের এই উত্থানের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ইহুদীদের বিরুদ্ধে তার প্রচার। তিনিই জার্মানদের মধ্যে ইহুদী বিদ্বেষের বীজকে রোপণ করেছিলেন। দেশ থেকে ইহুদী বিতাড়নই ছিল নাৎসী বাহিনীর প্রধান উদ্দেশ্য।
দেশে প্রান্তে প্রান্তে ইহুদী বিদ্বেষ মাথা চাড়া দিয়ে উঠল। শুরু হল তাদের উপর লুটতরাজ হত্যা। হিটলার চেয়েছিলেন এই ভাবে দেশ থেকে ইহুদীদের বিতাড়ন করবেন। কিন্তু কোন মানুষই সহজে নিজের আশ্রয় স্থল ত্যাগ করতে চায় না।
1935 সালে নতুন আইন প্রণয়ন করলেন হিটলার। তাতে দেশের নাগরিকদের দুটো ভাগে ভাগ করা হল, জেন্টিল আর জু। জেন্টিল অর্থাৎ জার্মান, তারাই খাটি আর্য। জু হল ইহুদীরা। তারা শুধুমাত্র জার্মান দেশের বসবাসকারী, এদেশের নাগরিক নয়। প্রয়োজনে তাদের দেশ ছেড়ে চলে যেতে হবে। দেশ জুড়ে জার্মানদের মধ্যে গড়ে তোলা হল তীব্র ইহুদী বিদ্বেষী মনোভাব।
প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর ইউরোপের মিত্রপক্ষ ও জার্মানদের মধ্যে যে ভার্সাই চুক্তি হয়েছিল তাতে প্রকৃতপক্ষে জার্মানির সমস্ত ক্ষমতাকে সীমাবদ্ধ করে ফেলা হয়েছিল। 1933 সালে হিটলার ক্ষমতায় আসবার পর থেকেই জার্মানির হৃত গৌরব পুনরুদ্ধার করবার সংকল্প গ্রহণ করেন। এবং একে একে ভার্সাই চুক্তি শর্তগুলি মানতে অস্বীকার করে নিজের শক্তি ক্ষমতা বিস্তারে মনোযোগী হয়ে উঠেন।
1934 সালে হিটলার রাষ্ট্রপতির পরিবর্তে নিজেকে জার্মানির ফুয়েরার হিসেবে ঘোষণা করেন। এবং অল্পদিনের মধ্যে নিজেকে দেশের অবিসংবাদিত নেতা হিসাবে প্রতিষ্ঠিত করলেন। তার এই সাফল্যের মূলে ছিল জনগণকে উদ্দীপিত করার ক্ষমতা। তিনি দেশের প্রান্তে প্রান্তে ঘুরে ঘুরে জনগণের কাছে বলতেন ভয়াবহ বেকারত্বের কথা, দারিদ্র্যের কথা, নানান অভাব অভিযোগের কথা।  
হিটলার তার সমস্ত ক্ষমতা নিয়োগ করলেন সামরিক ক্ষমতা বৃদ্ধিতে। তার সহযোগী হলেন কয়েকজন সুদক্ষ সেনানায়ক ও প্রচারবিদ। দেশের বিভিন্ন সীমান্ত (Boarder) প্রদেশে বিশাল সৈন্য সমাবেশ করলেন। কিছুদিনের মধ্যেই সন্ধির ‍চুক্তি ভঙ্গ করে রাইনল্যান্ড অধিকার (Occupied) করলেন। অস্ট্রিয়া ও ইতালি ঐক্যসূত্রে আবদ্ধ হল জার্মানির সাথে।
ইতালির সর্বাধিনায়ক ছিলেন মুসোলিনী। একদিকে ইতালির ফ্যাসাবাদী শক্তি অন্যদিকে নাৎসী জার্মানি। বিশ্বজয়ের আকাঙ্ক্ষায় উন্মত্ত হয়ে ওঠে। ইতালি প্রথমে আলবেনিয়া ও পরে ইথিওপিয়ার বেশ কিছু অংশ দখল করে  নেয়।
অবশেষে হিটলার পোলান্ডের কাছে ডানজিগ ও পোলিশ করিডর দাবি করেন। যাতে এই অঞ্চলে সৈন্য সমাবেশ ঘটাতে পারেন। পোলান্ডের সরকার তার এই দাবি সরাসরি প্রত্যাখান করে। পোলান্ডের ধারণা ছিল হিটলার তার দেশ আক্রমণ করলে ইউরোপের অন্য সব শক্তি তার সাহায্যে এগিয়ে আসবে। তাদের সম্মিলিত শক্তির কাছে জার্মান বাহিনী পরাজিত হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের (2nd World War) একটি বড় কারণ জার্মানির সামরিক শক্তি সম্বন্ধে ইউরোপের অন্য সব দেশের সঠিক ধারণার অভাব (Less Information) । আর একটি বড় কারণ ইংল্যান্ড ও ফ্রান্স (England & France) প্রথম পর্যায়ে নিজেদের নিরাপত্তার জন্য হিটলার ও মুসোলিনীর বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করতে চায়নি। তাছাড়া ব্রিটিশ প্রধান মন্ত্রী চেম্বারলিনের ধারণা ছিল হিটলারের ক্ষমতা শুধু প্রচারের মধ্যেই সীমাবদ্ধ। তাছাড়া সেই সময় ইউরোপের বিভিন্ন দেশের কাছে জার্মানির চেয়ে বড় শত্রু ছিল কমিউনিস্ট রাশিয়া। তাদের উদ্দেশ্য ছিল রাশিয়ার প্রধান প্রতিপক্ষ হিসাবে জার্মানরা নিজেদের প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। তাই যখন প্রথম বিশ্বযুদ্ধের সমস্ত শর্ত ভঙ্গ করে জার্মানরা (German) নিজেদের শক্তি বৃদ্ধি করে চলেছিল, তখন ইংল্যান্ড ও ফ্রান্স কেউ তাদের বাধা দেওয়ার প্রয়োজন মনে করেনি। উপরন্তু হিটলারকে নানান সুযোগ সুবিধা প্রদান করা হয়েছিল।
ইউরোপের বিভিন্ন দেশের এই সুবিধাবাদী (Advantages)  নীতির সুযোগ পুরোপুরি গ্রহণ করেছিলেন হিটলার। বিশ্বজয়ের স্বপ্নে মত্ত হয়ে  ‍১লা সেপ্টেম্বর ১৯৩৯ সালে জার্মান বাহিনী পোলান্ড আক্রমণ করল। এবং এই দিনটি থেকেই শুরু হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। মাত্র ১৫ দিনে জার্মান বাহিনী পোলান্ডের সেনাবাহিনীকে পরাজিত করে পোলান্ড অধিকার করল। তার পর শুরু হল জার্মান বাহিনীর অগ্রগমন। পোলান্ডের পর হিটলার দখল করলেন নরওয়ে ও ডেনমার্ক। নরওয়েতে বিরাট সংখ্যক বৃটিশ সৈন্য অবস্থান করছিল। তাদের অধিকাংশই নিহত হল। এই ঘটনায় বৃটিশ প্রধানমন্ত্রী চেম্বারলিন পদত্যাগ করলেন। নতুন প্রধান মন্ত্রী হলেন চার্চিল।
এইবার হিটলার দৃষ্টি ফেরালো ফ্রান্সের দিকে। ফ্রান্স ইউরোপের সর্বপ্রধান শক্তি। ফ্রান্স নিজেদের নিরাপত্তার জন্য জার্মান সীমান্তে দুর্ভেদ্য ব্যূহ সৃষ্টি করেছিল। যাকে বলা হত ম্যাজিনো। বেলজিয়াম আক্রমণ করে সেই দেশের মধ্য দিয়ে ফ্রান্সের সীমান্ত প্রদেশে গিয়ে উপস্থিত হল। সেখানে তুমুল যুদ্ধের পর ফরাসী বাহিনী পরাজিত হল।
ফরাসীদের এই বিপর্যয়ে সুবিধা নেওয়ার জন্য ইতালি নিজেকে জার্মানদের মিত্রপক্ষ হিসেবে ঘোষণা করে যুদ্ধে যোগ দিল। সমস্ত ইউরোপ আফ্রিকা জুড়ে ছড়িয়ে পড়ল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ আগুন।
ইতালির রাষ্ট্রপ্রধান মুসোলিনী উত্তর আফ্রিকা অধিকার করবার জন্য বিরাট সৈন্য দল পাঠালেন। অন্যদিকে হিটলার ফ্রান্স অধিকার করবার জন্য সর্বশক্তি নিয়োগ করলেন। হিটলার অনুগত ফ্যাসিস্ট শক্তি নতুন রাষ্ট্রপ্রধান হিসাবে মার্শাল পেত্যাকে নিযুক্ত করল। মার্শাল বিনাযুদ্ধেই হিটলারের কাছে আত্মসমর্পণ করল। ফ্রান্স জয়ের পর জার্মানি যুগোস্লাভিয়া আর গ্রীস দেশ অধিকার করল। ইতিমধ্যে রুমানিয়া, বুলগেরিয়া , হাঙ্গেরী জার্মানির পক্ষে যোগ দিল। এর ফলে সমগ্র দক্ষিণ ইউরোপ জার্মানির নিয়ন্ত্রণে এসে গেল।
একদিকে যখন জার্মান বাহিনী বীরদর্পে একের পর এক দেশ অধিকার করে এগিয়ে চলেছে, দেশের অভ্যন্তরে হিটলার শুরু করেছেন নারকীয় ইহুদী নিধন যজ্ঞ। পৃথিবীর ইতিহাসে এই নৃশংসতার কোন তুলনা হয় না। হিটলার চেয়েছিলেন জার্মানি থেকে ইহুদীদের নিশ্চিহ্ন করতে। হাজার হাজার ইহুদী বন্দী করা হল। তাদের বলা হত তোমাদের জার্মানির বাইরে পাঠিয়ে দেয়া হবে। তাদের গাড়ীতে চাপিয়ে নিয়ে যাওয়া হত জনবসতি হীন সীমান্ত অঞ্চলে। এখানে তাদের জন্য অস্থায়ী বন্দীনিবাস তৈরি করা হয়েছিল। তাকে বলা হত ঘেট্টো। এখানে কোন খাবার ছিল না, পানি ছিল না, তার উপর ছিল হিটলার বাহিনীর নির্মম অত্যাচার। অল্প দিনের মধ্যেই বেশির ভাগ মানুষ মারা পড়ত। যারা বেঁচে থাকত তাদের গুলি করে হত্যা করা হত। নাৎসী বাহিনীর হাতে নারী বৃদ্ধ শিশু কারো কোন নিস্তার ছিল না।
হাজার হাজার ইহুদীকে হত্যা করতে যে বিরাট পরিমাণ গুলি খরচ হত তাতে জার্মান কর্তৃপক্ষ চিন্তিত হয়ে পড়ল। হিটলারের আদেশে তৈরি হল গ্যাস চেম্বার। একটা বড় ঘর। চারদিক বন্ধ। একসাথে দুশো জন সেই ঘরে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে কার্বন মনোক্সাইড গ্যাস ছাড়া হত। কয়েক মিনিটের মধ্যেই সেই বিষাক্ত গ্যাসে মারা পড়ত সবাই। তাদের মৃতদেহ গুলো সীমান্ত অঞ্চলে বিরাট বিরাট গর্তে ছুড়ে ফেলা হত। তিন বছরে হিটলার প্রায় 60 লাখ ইহুদী হত্যা করেছিলেন। ইহুদীদের প্রতি তীব্র বিদ্বেষ ও ঘৃণাই তাকে এই হত্যাকান্ডে প্ররোচিত করেছিল।  




-->

Popular Posts

-->
-->