Sunday, June 19, 2016

মানব সম্পদ উন্নয়ন ও তথ্যপ্রযুক্তি (ICT)

মানব সম্পদ উন্নয়নের গুরুত্ব বিশ্বের সকল দেশেই স্বীকৃত। পরিমাপের ক্ষেত্রে  এখন অর্থনৈতিক প্রবৃদ্ধিই একমাত্র নির্দেশক নয়, মানব সম্পদ উন্নয়নও একটি গুরুত্বপূর্ণ নির্দেশক। এ কারণে মানব সম্পদ উন্নয়ন এখন বৈশ্বিক উন্নয়ন  এজেন্ডার অপরিহার্য অংশ হিসেবে বিবেচিত হয়ে হচ্ছে। শিক্ষা তথ্যপ্রযুক্তির কোন বিকল্প নেই। শিক্ষায় আইসিটি কার্যক্রমের অংশ হিসেবে ২০১০ সাল থেকে মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক এনসিটিবির ওয়েবসাইটে প্রকাশ করেছে। যুব ‍উন্নয়ন অধিদপ্তর তথ্য প্রযুক্তির উন্নয়ন ও প্রসারে কাজ করছে। দেশের ৬৪ টি জেলায় ৭০ টি কেন্দ্রের মাধ্যমে শিক্ষিত বেকার যুবকদের ইন্টারনেট ও নেটওয়ার্কিংসহ কম্পিউটার বেসিক কোর্স এবং গ্রাফিক ডিজাইন ও ভিডিও সম্পাদনা কোর্স প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ক্লাব ভিত্তিক যুব কর্মসূটি সারা দেশে সম্প্রসারণ ও জোরদার করার মাধ্যমে যুব উন্নয়ন অধিদপ্তর ও বেসরকারি  সেচ্ছাসেবী যুব সংগঠনের মধ্যে কর্মসূচি ভিত্তিক নেটওয়ার্কিং জোরদারকরণের লক্ষ্যে একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে ৭২০০০০ জনকে দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও ২৮৮০০০ জনকে আত্নকর্মসংস্থানে নিয়োজিত করা হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সাথে সকল জেলা ও উপজেলায় ইন্টারনেট সংযোগ স্থাপন করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এ প্রকল্পের কার্যক্রম উল্লেখযোগ্য অবদান রাখছে।

No comments:

Post a Comment

Please Comment here

-->

Popular Posts

-->
-->