Sunday, June 19, 2016

একনেক (ECNEC) বা জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী কমিটি

একনেকের পূর্ণনাম হচ্ছে - Executive Committee of the National Economic Council.
1982 সালে প্রথম একনেকের গঠন ও কার্যাবলি নিরূপণ করা হয়। পরবর্তীতে 2000 সালে এর গঠন কাঠামোতে কিছু পরিবর্তন আনা হয়। একনেকে প্রধানমন্ত্রী সভাপতি ও অর্থমন্ত্রী বিকল্প সভাপতি। এছাড়া সদস্য হিসেবে থাকেন ৯টি মন্ত্রণালয়ের মন্ত্রীবর্গ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অন্যান্য অর্থনীতি সম্পর্কিত ব্যক্তিবর্গ।
একনেকের বিবেচ্য বিষয়াবলি হচ্ছে:
♦ সকল প্রকল্প পরিকল্পনাপত্র যাচাই ও অনুমোদন।
♦ ৫ কোটি টাকার উর্ধ্বে ব্যয় সাপেক্ষ প্রকল্প যাচাই ও অনুমোদন।
♦ উন্নয়ন প্রকল্প সমূহের বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা।
♦ বেসরকারি ও যৌথ উদ্যোগের প্রকল্প সমূহ যাচাই।
♦ দেশের অর্থনৈতিক কর্মকান্ডের আওতাধীন ও নীতিমালা পর্যালোচনা।
♦ সরকারি বিধিবদ্ধ কর্পোরেশন সমূহের আর্থিক কর্মসূচি পর্যালোচনা।
♦ সরকারি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যসমূহের মূল্য নির্ধারণ।
♦ বৈদেশিক সাহায্য, বিনিয়োগ, জনশক্তি, রপ্তানি প্রভৃতি বিষয়ে বিদেশী বাংলাদেশী মিশনের করণীয় নির্ধারণ।

No comments:

Post a Comment

Please Comment here

-->

Popular Posts

-->
-->