Thursday, September 8, 2016

##অ্যানথ্রাক্স # অ্যানথ্রাক্স রোগ কি? কিভাবে ছড়ায়? কিভাবে সনাক্ত করবেন?

অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত গবাদিপশু যারা জবাই করেন, মাংস কাটেন, চামড়া ছাড়ান, মাংস ধোয়ামোছা করেন,  এবং খান প্রত্যেকেই এই রোগে আক্রান্ত হতে পারেন।
লক্ষণসমূহ: ক. আক্রান্ত ব্যক্তির শরীরে জ্বর উঠবে; খ. চামড়ায় প্রথমে লালচে দাগ হবে এবং আক্রান্ত স্থান চুলকাবে; গ. পরবর্তীতে আক্রান্ত স্থানে প্রায় দেড় দুই ইঞ্চি পরিমাণে ফোসকা উঠবে, ফোসকার মাঝখানে পচনের মত কালচে হবে; ঘ. ফোসকার স্থানে পরে ব্যথামুক্ত ঘা হবে। আক্রান্ত ব্যক্তি সঠিকভাবে চিকিৎসা না নিলে মারা যেতে পারে।

No comments:

Post a Comment

Please Comment here

-->

Popular Posts

-->
-->