Monday, September 5, 2016

##স্ট্রোক # হার্ট অ্যাটাক এবং স্ট্রোক কি এক? স্ট্রোক কেন হয়?

স্ট্রোক মস্তিষ্কের রক্তনালীর রোগ। যদি কোনো কারণে মস্তিষ্কের রক্তনালী বন্ধ অথবা ফেটে যায়, তবে শারীরিক লক্ষণ প্রকাশ পায়। এই লক্ষণ যদি এক দিনের বেশি থাকে তবে তাকে স্ট্রোক বলে। শারীরিক লক্ষণ যেমন- শরীরের এক পাশ অবশ হয়ে যাওয়া, হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া, কথা বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি।
কোনো কারণে যদি মস্তিষ্কের রক্তনালী বন্ধ হয়ে যায় বা ফেটে যায় তবে স্ট্রোক হয়।

No comments:

Post a Comment

Please Comment here

-->

Popular Posts

-->
-->