Thursday, September 8, 2016

##জল-বসন্ত # ছোঁয়াচে রোগ চিকেন পক্স বা জল-বসন্ত কিভাবে সনাক্ত করব? কিভাবে ছড়ায়?

হাঁচি, কাশি, এমনকি ত্বকের সংস্পর্শে এলেও অন্যরা এতে আক্রান্ত হতে পারে।রোগটি ছড়াতে শুরু করে ত্বকে গুটি দেখা দেওয়ার দুদিন আগে থেকেই। আর ছড়াতে থাকে যতদিন না সব কটি গুটি শুকিয়ে যায়। তাই আক্রান্ত রোগী অনেক সময় নিজে বুঝে ওঠার আগেই রোগ ছড়াতে থাকে।
আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার ১১-২১ দিনের মধ্যে এ রোগের লক্ষন প্রকাশ পেয়ে থাকে। ত্বকে ফুস্কুড়ি প্রকাশ পাওয়ার ২-৩ দিন পূর্বেই শরীরে বেথা অনুভূত হয়, জ্বরের ভাব হয়,থাকে।পেটে বেথা হতে পারে। ফুস্কুরিতে চুলকানি ও জ্বালা-পোড়া অনুভূতি হতে পারে। ফুস্কুরিতে পরবর্তীতে পানি আসে এবং সবশেষে শুকনো কাল বর্ণের খোসা তৈরি হয়ে থাকে।এ রোগ এর স্থায়িত্ব ১৬-৩০ দিন হতে পারে।

No comments:

Post a Comment

Please Comment here

-->

Popular Posts

-->
-->