Friday, September 9, 2016

##অ্যালার্জি # অ্যালার্জি কি? মানুষের ত্বকে অ্যালার্জি কেন হয়?

যাদের রক্তে আইজিইর পরিমাণ অনেক বেশি, তাদের সাধারণত অ্যালার্জি হয়। কতগুলো সাবসট্যান্স থাকে যেগুলো অ্যালার্জি হওয়ার জন্য সহায়ক। সবচেয়ে বেশি অ্যালার্জির জন্য সহায়ক হলো বাড়ি ঘরের বিছানাপত্র, ধুলাবালি। এসবের মধ্যে এক প্রকার পোকা থাকে। এই প্রকার পোকা একটি তোশকের মধ্যে প্রায় ২০ লাখের বেশি থাকে। ইহাকে হাউজ ডাস্ট মাইট বলে।এছাড়াও ফাঙ্গাস, ফুলের রেণু,  কোনো খাদ্য, পশু পাখির লোম- এগুলো থেকেও অ্যালার্জি হতে পারে। তবে একেকজনের একেকটি বিষয় থেকে অ্যালার্জি হতে পারে।

No comments:

Post a Comment

Please Comment here

-->

Popular Posts

-->
-->