Friday, September 9, 2016

##চোখ ওঠা # চোখ ওঠার কারণ কি? চোখ ওঠা কিভাবে প্রতিরোধ করা যায়?

কনজাংটিভায় যখন ব্যাকটেরিয়া, ভাইরাস, ইত্যাদি কোনো জীবাণুর আক্রমণ ঘটে তখন চোখের পাতার ভেতরের অংশে প্রদাহ সৃষ্টি হয়। কিছু কিছু সময় চোখে সবুজাভ সাদা রঙের পুঁজ (পিচুটি) জমে চোখের পাতা ফুলে যায়। অনেক সময় পুঁজের জন্য সকালে চোখের পাতা দুটো আটকেও যায়। কখনো কখনো এক চোখে অথবা দুচোখেই জ্বালাপোড়া করে। একে বলা হয় কনজাংটিভাইটিস। এটি সাধারণত ‘চোখ ওঠা বা চোখ লাল হওয়া’ রোগ নামে পরিচিত।


No comments:

Post a Comment

Please Comment here

-->

Popular Posts

-->
-->