Friday, November 25, 2016

মাদকাসক্তি সমস্যা সমাধানে আমাদের যে সব ব্যবস্থা নেওয়া প্রয়োজন

সমাজ থেকে মাদকাসক্তি দূরীকরণে আমাদের করণীয়


বাংলাদেশের যুব সমাজে মাদকাসক্তি তথা সামগ্রিক মাদকাসক্তজনিত সমস্যার সমাধান কল্পে নিম্নোক্ত ব্যবস্থাসমূহ গ্রহণ করতে হবে:

মাদকদ্রব্যের ক্ষতিকর দিক সম্পর্কে ব্যাপক প্রচারণার মাধ্যমে সমাজের প্রতিটি মানুষকে সচেতন করা প্রয়োজন।
মাদকাসক্তদের সুচিকিৎসার ব্যবস্থা এবং চিকিৎসার পর পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
জনসংখ্যা বিস্ফোরণ রোধ করতে হবে।
সরকারি ও বেসরকারি উদ্যেগে অধিকসংখ্যক মাদকাসক্ত  নিরাময়কেন্দ্র স্থাপন করতে হবে।
পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে হবে।
সুস্থ ও নির্মল বিনোদনের ব্যবস্থা করতে হবে।
অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করতে হবে।
মাদকসংক্রান্ত যে কোন ঘটনার পরিপূর্ণ তদন্ত করতে হবে।
মাদক প্রতিরোধ সংক্রান্ত আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা বৃদ্ধি ও দক্ষতা বাড়াতে হবে।
রাজনৈতিক দলগুলোকে মাদকবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
দেশে সুস্থ রাজনীতি ও গণতন্ত্র চর্চার পরিবেশ তৈরি করতে হবে।
অবৈধভাবে মাদক আমদানি রোধ করতে হবে।
মাদক সম্পর্কিত শাস্তির বিধান কঠোর ভাবে প্রয়োগ করতে হবে।
ধর্মীয় নেতাদের মাদকবিরোধী প্রচারণায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
মাদকের ক্ষতিকর দিকসমূহ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে।
আইন প্রয়োগকারী সংস্থাকে তদন্তকার্যে পর্যাপ্ত অর্থ সরবরাহ করতে হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রেণের জন্য উপযুক্ত আইন প্রয়োগ করতে হবে।
বেকার সমস্যা সমাধান কল্পে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ও দীর্ঘসূত্রিতা দূর করতে হবে।
সামাজিক মূল্যবোধের অবক্ষয় দূর করতে হবে।
অপসংস্কৃতির অনুপ্রবেশ রোধ করতে হবে।
প্রশাসনিক দুর্নীতি দূর করতে হবে।
মাদক চোরাচালান একটি আন্তর্জাতিক সমস্যা। তাই এ সমস্যার বিরুদ্ধে আন্তর্জাতিক ভাবে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে।
বাংলাদেশে মাদকাসক্তি একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। শুধু সরকারি প্রচেষ্টায়  এ সমস্যার সমাধান সম্ভব নয়। ব্যক্তিউদ্যোগ থেকে শুরু করে গোষ্ঠী ও সম্মিলিত সামাজিক উদ্যোগ মাদক প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখতে পারে। কেবল মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করলে এ সমস্যার সমাধান হবে না। মাদক চোরাচালানীদের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে হবে। পরিবার ও সমাজের কোন সদস্য যাতে মাদকদ্রব্য গ্রহণে ও চোরাচালানে সংশ্লিষ্ট না হয় সে দিকে সতর্ক থাকতে হবে। সকলের সম্মিলিত প্রয়াসেই সম্ভব মাদকমুক্ত পরিবার, সমাজ ও দেশ গঠন।


2 comments:

  1. I am not sure whether it is a news site or a job site. But whatever it is, the site is really informative one. I like it very much

    ReplyDelete
  2. I am not sure whether it is a news site or a job site. But whatever it is, the site is really informative one. I like it very much

    ReplyDelete

Please Comment here

-->

Popular Posts

-->
-->