Sunday, November 27, 2016

জাতীয় শিশু দিবস : প্রতিবছর ১৭ মার্চ পালন করা হয় জাতীয় শিশু দিবস

জাতীয় শিশু দিবস


জাতীয় শিশু দিবস হিসেবে প্রতি বছরের ১৭ মার্চ পালন করা হয়ে থাকে। শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আগামীর কর্ণধার শিশুদের শারীরিক, মানসিক, সামাজিক, শিক্ষার উন্নয়ন অত্যাবশ্যক। জাতীয় শিশু দিবস শিশু একডেমী ও অন্যান্য সাংস্কৃতিক একাডেমী পালন করে থাকে। শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং তাদের আত্মশক্তি ও আত্মবিশ্বাস জাগিয়ে তোলার জন্য ১৫ জুলাই, ১৯৭৭ সালে পুরনো হাইকোর্ট প্রাঙ্গনে শিশু একাডেমীর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। ১৯৭৮ সালে শিশুদের প্রতিভার স্বীকৃতি দানের উদ্দেশ্যে শিশু একাডেমী জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা প্রবর্তন করে। 

1 comment:

  1. Very nice blog: go to same article also my web: www.techonlinebd.com

    ReplyDelete

Please Comment here

-->

Popular Posts

-->
-->