Thursday, November 24, 2016

আর্সেনিক দূষণ কাকে বলে?

আর্সেনিক দূষণে আক্রান্ত বাংলাদেশ


বাংলাদেশের উত্তর – পশ্চিমাঞ্চলীয় ও দক্ষিণ – পশ্চিমাঞ্চলীয় প্রায় সবগুলো  জেলাতেই জেলার ভূগর্ভস্থ পানিতে অতিরিক্ত মাত্রায় বিষাক্ত ধাতু আর্সেনিক পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত পানিতে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা প্রতি লিটারে ০.০১ মিলিগ্রাম। বাংলাদেশে নলকূপে পানিতে এই মাত্রা অনেক বেশি। আর্সেনিক দূষণে আক্রান্ত রোগীর মুখে লালা বেশি, ক্ষুধা কম, ঘা হওয়া, হাত পা ফুলে যাওয়া, এবং লিভার আক্রান্ত হয়ে লিভার ক্যান্সার হতে পারে। বিশেষজ্ঞরা এই সমস্যা সমাধানে ভূ-গর্ভস্থ পানির ব্যবহার হ্রাস করার পরামর্শ দেয়। একই সাথে দূষিত পানি পান না করা এবং সচেতনতা বৃদ্ধি করা, আক্রান্ত হওয়ার পর পেনিসিলিয়াম ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে। বাংলাদেশের গ্রাম অঞ্চলে টিউবওয়েলের পানিতে আর্সেনিক একটি মারাত্মক সমস্যা। আর্সেনিক দূষিত পানি পান করায় মানুষ নানা ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। 

No comments:

Post a Comment

Please Comment here

-->

Popular Posts

-->
-->