Monday, November 21, 2016

## টমেটো সস ## টমেটো, আদা,রসুন,শুকনো মরিচ,এলাচ ও লবঙ্গ একত্রে মিশিয়ে টমেটো সস তৈরির সহজ নিয়ম

টমেটো সস বানানোর সহজ কৌশল । টেমেটো সস রেসিপি

টমেটো মূলত শীতকালীন সবজি। কিন্তু এই সবজি আমাদের দেশে সারাবছর পাওয়া যায়। টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। ভিটামিন সি রোগপ্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সালাদ হিসেবে কাঁচা টমেটো ব্যাপক জনপ্রিয়। এই টমেটো সবজি হিসেবে রান্না করে খেতেও ব্যাপক মজা। টমেটোর চাটনি খুব সুস্বাদু। যাইহোক প্রতিদিন সকালে টমেটোর সস না হলে আমাদের পাউরুটি বা রুটি বা পরোটা খাওয়ায় যেন তৃপ্তি আসে না। আমরা কিন্তু খুব সহজে বাড়িতেই এই টমেটোর সস বানিয়ে খেতে পারি। আসুন জেনে নিই টমেটো সস বানানোর প্রণালী:


টমেটো সস ।। টমেটো, আদা,রসুন,শুকনো মরিচ,এলাচ ও লবঙ্গ একত্রে মিশিয়ে টমেটো সস তৈরির সহজ নিয়ম:


No comments:

Post a Comment

Please Comment here

-->

Popular Posts

-->
-->