Thursday, November 24, 2016

বৈসাবী উৎসব কি?

বৈসাবী উৎসব ও পাহাড়ী জনগোষ্ঠী ঐতিহ্য


বাংলাদেশের পার্বত্য এলাকায় বসবাসরত প্রধান তিনটি পাহাড়ী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ও প্রধান সামাজিক উৎসবের আদ্যাক্ষর নিয়ে গঠিত শব্দ ”বৈসাবী”। এটি পাহাড়ীদের সর্বজনীন উৎসব। পুরাতন বর্ষকে বিদায় এবং নতুন বর্ষকে স্বাগত জানানোর মধ্য দিয়ে এই ঐতিহ্যবাহী উৎসব পালিত হয়। অত্যন্ত জমকালো ও চিত্তাকর্ষক উৎসবটি পাহাড়ী জাতিসত্তাসমূহের সম্প্রীতি ও ঐক্যের প্রতীক।  

No comments:

Post a Comment

Please Comment here

-->

Popular Posts

-->
-->