Thursday, November 24, 2016

ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থান গুলোর মধ্যে অন্যতম

ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রাচীন মসজিদ



বাগেরহাটের খান জাহান আলী মাজার হতে প্রায় ২.১৪ কিলোমিটার উত্তর – পশ্চিমে ঘোড়াদীঘির পূর্ব তীরে ষাট গম্বুজ মসজিদ অবস্থিত। গঠন প্রণালী ও স্থাপত্যকৌশলে এটি একটি অনন্য সৃষ্টি। বাংলাদেশের প্রাচীন আমলের মসজিদ গুলোর মধ্যে এটি বৃহত্তম। মসজিদটির উপরে ৭৭টি এবং চার কোণে ৪টি সহ মোট ৮১ টি গম্বুজ থাকা সত্ত্বেও এ মসজিদকে ষাটগম্বুজ মসজিদ বলা হয়। অনেকের অনুমান মসজিদের ভিতরে ৬০ টি স্তম্ভ আছে বলে মসজিদটির নাম ষাটগম্বুজ মসজিদ। আবার অন্যদের মতে, মসজিদের উপর সাত সারি গম্বুজ আছে বলে সাত থেকে ষাট গম্বুজ নামকরণ করা হয়েছে।  

No comments:

Post a Comment

Please Comment here

-->

Popular Posts

-->
-->